শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

একটি মাছ ৭ লাখ টাকায় বিক্রি

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ৯:৫৭ এএম

একটি মাছ ৭ লাখ টাকায় বিক্রি। তাও আবার মাত্র ২৮ কেজি। প্রতি কেজির দাম পড়েছে প্রায় ৪০ হাজার টাকা। কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি ‘কালো পোয়া’ মাছ। মাছটির ওজন ২৮ কেজি। এই মাছটি ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাইরার ডেইল বাজারে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হায়দার জানান, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালা পোয়াটি। যেটি স্থানীয় কয়েকজন জেলে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন। এর ৩ দিন আগেও ওই বহদ্দারের বোটে ১৫টি কালা পোয়া ধরা পড়ে বলে জানা যায়। যেগুলো চট্টগ্রামের ফিশারি ঘাটে ১১ লাখ টাকা দিয়ে বিক্রি করা হয় বলে জানা যায়।

বোটের মালিক ছৈয়দুল হক জানান, ‘প্রায় ২৮ কেজি উজনের কালা পোয়া ধরা পড়েছে। যেটি ৭ লাখ টাকায় স্থানীয় কয়েকজনে কিনে নিছে। আমার বোটে কালা পোয়া ধরা পড়ায় আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।’

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি এক জেলের জালে ধরা পড়েছে বিশাল একটি ‘কালো পোয়া’ মাছ। মাছটির ওজন ২৮ কেজি। এই মাছটি ৭ লাখ টাকায় বিক্রি হয়েছে। শনিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় সাগরে মাছটি ধরা পড়ে। এরপর মাছটি সাইরার ডেইল বাজারে ৭ লাখ টাকায় বিক্রি করা হয়।

মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবু হায়দার জানান, মাতারবাড়ি সাইরার ডেইল এলাকার বহদ্দার ছৈয়দুল হকের জালে ধরা পড়ে ২৮ কেজি ওজনের কালা পোয়াটি। যেটি স্থানীয় কয়েকজন জেলে ৭ লাখ টাকা দিয়ে কিনে নেন। এর ৩ দিন আগেও ওই বহদ্দারের বোটে ১৫টি কালা পোয়া ধরা পড়ে বলে জানা যায়। যেগুলো চট্টগ্রামের ফিশারি ঘাটে ১১ লাখ টাকা দিয়ে বিক্রি করা হয় বলে জানা যায়।

বোটের মালিক ছৈয়দুল হক জানান, ‘প্রায় ২৮ কেজি উজনের কালা পোয়া ধরা পড়েছে। যেটি ৭ লাখ টাকায় স্থানীয় কয়েকজনে কিনে নিছে। আমার বোটে কালা পোয়া ধরা পড়ায় আমি অনেক খুশি ও লাভবান হয়েছি।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন