শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

২ দিনের সফরে গোয়ায় মমতা, তৃণমূলে যোগ দিতে পারেন সাবেক মুখ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২১, ১২:৫২ পিএম

শিয়রে গোয়া বিধানসভা নির্বাচন। সৈকত-রাজ্যে ভোটে জিততে সংগঠনকে ভোকাল টনিক দিতে দুদিনের সফরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার দ্বিতীয় বার রাজনৈতিক সফরে গেলেন বাংলার মুখ্যমন্ত্রী।

আজ সোমবার এবং আগামীকাল মঙ্গলবার গোয়ায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে তৃণমূল নেত্রীর। পাশাপাশি, বেশ কিছু চমকদার যোগদানও হওয়ার কথা তার হাত ধরে। সূত্রের খবর, তার হাত ধরেই তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী আলেমাও চার্চিল।

১৯৯০ সালে মুখ্যমন্ত্রী হয়েছিলেন চার্চিল। পারিবারিক ফুটবল ক্লাব চার্চিল ব্রাদার্সের মালিক আলেমাও ১৯ দিনের জন্য মুখ্যমন্ত্রী হন গোয়ার। এনসিপি নেতা মমতার হাত ধরেই তৃণমূলে যোগ দিতে পারেন বলে খবর। মমতার একাধিক কর্মসূচির মধ্যে একাধিক নেতা-কর্মীর যোগদান করার কথা বলে তৃণমূল সূত্রে খবর।

উল্লেখ্য, ২০১৪ সালে তৃণমূলে যোগ দিয়েছিলেন চার্চিল। কিন্তু লোকসভা ভোটে পরাজিত হয়ে যোগ দেন শরদ পওয়ারের এনসিপিতে। গোয়ায় তিনি এনসিপির একমাত্র বিধায়ক। কিন্তু তিনি আবার জোড়াফুল শিবিরে গেলে শরদ পওয়ারের সঙ্গে মমতার রাজনৈতিক সমীকরণে প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকদের মত। সূত্র: এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন