রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২১, ২:৩০ পিএম

খুলনায় হঠাৎ বেড়েছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে মঙ্গলবার খুলনায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়। গত সোমবার, রোববার, শনিবার খুলনায় কোনো করোনা রোগী শনাক্ত হয়নি।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, গত ২৪ ঘন্টায় ২৪০ টি নমুনা পরীক্ষায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন যা গত দুই মাসে সর্বেোচ্চ। মঙ্গলবার ২৭৫ টি নমুনায় ১ জন শনাক্ত হয়েছিলেন। এ মুহুর্তে একজন আইসোলশেনে রয়েছেন। খুলনায় এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ৭৭৭ জন। সর্বশেষ ২৫ নভেম্বর খুলনায় করোনায় একজন মারা যান।

স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানিয়েছে, করোনা সচেতনতা সম্পর্কে জনগণের উদাসিনতার কারণে খুলনায় করোনা সংক্রমন বাড়তে শুরু করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন