হলিউডের অভিনেত্রী অ্যামেন্ডা সাইফ্রিড জানিয়েছেন তিনি অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডারে (ওসিডি) নামের মানসিক রোগে ভুগছেন।
সম্প্রতি একটি সাময়িকীকে তার বাড়ি সাজাবার ব্যাপারে বলতে গিয়ে ৩০ বছর বয়সী অভিনেত্রীটি বলেন, “আমি এরমধ্যে মেহমানদের জন্য একটি অংশের কাজ শেষ করেছি। একটি বাথরুম আর ছোট রান্নাঘর আছে তাতে, স্টোভ নেই। আমি চাই মেহমানরা এখানে খাওয়াদাওয়া করুক। অতিথিদের নিয়ে আমি দুশ্চিন্তা করি বিশেষ করে তাদের স্টোভ ব্যবহার নিয়ে। এটি নিয়ন্ত্রণ করার একটি বিষয়।”
তিনি জানান এই দুশ্চিন্তার ব্যাপারটি আসলে ওসিডির সঙ্গে সম্পর্কিত।
“আমি নিয়মিত লেক্সাপ্রো সেবন করি, আর এটি কখনও ছাড়তে পারব না,” তিনি বলেন।
“১৯ বছর বয়স থেকে এই ওষুধটি খাচ্ছি, তার মানে ১১ বছর চলছে। আমি একেবারে কম ডোজে খাই। এটি ছাড়ার কোনও কারণ দেখি না। এটি প্লেসিবো হোক বা যাই হোক আমি ঝুঁকি নিতে চাই না। আমি কী জন্য এটি খাচ্ছি? শুধুমাত্র একটি জিনিস ব্যবহার নিয়ে সমস্যার কারণে,” তিনি আরও বলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন