শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৩০ ডিসেম্বর চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির ২০১৫-১৬ সালের কমিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী ডিসেম্বরের শেষ শুক্রবার সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এ হিসেবে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পরিচালক সমিতির ২০১৭-১৮ সালের দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে গঠন করা হয়েছে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশননির্বাচন কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন হারুন-উর-রশিদ। অন্য দুই সদস্য হচ্ছেন আ. স. ম. শফিকুর রহমান ও বি এইচ নিশান। কমিশন ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের চেয়ারম্যান হারুন-উর-রশিদ বলেন, আশা করছি গতবারের মত এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এখনো সকল কাগজপত্র হাতে পাইনি। আশা করছি ১৫ দিনের মধ্যে সব গুছিয়ে নির্বাচনের কাজ শুরু করবো। নভেম্বরের ৩০ তারিখ পরিচালক সমিতির সদস্যদের চাঁদা দেয়ার শেষ তারিখ। ৩ ডিসেম্বর ভোটার তালিকা সংশোধন। ৪ ডিসেম্বর চ‚ড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ৫ ডিসেম্বর থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৮ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই শেষে খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ ডিসেম্বর। মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ তারিখ ১১ ডিসেম্বর। উল্লেখ্য, নির্বাচনে এখন পর্যন্ত দুইটি প্যানেল নির্বাচন করবে বলে জানা যায়। একটি কাজী হায়াৎ ও এফ আই মানিক প্যানেল। অন্যটি দেলোয়ার জাহান ঝন্টু ও মুশফিকুর রহমান গুলজার প্যানেল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন