শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-এর জন্য চলচ্চিত্র আহ্বান

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫-এ অংশগ্রহণের জন্য চলচ্চিত্র আহŸান করেছে তথ্য মন্ত্রণালয়ের জুরি বোর্ড। ২০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে আবেদনপত্র গ্রহণ করা হবে। গত বৃহ¯পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে এ ঘোষণা দেয়া হয়। বিভিন্ন শাখায় মোট ২৮টি ক্ষেত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হবে। আজীবন সম্মাননাসহ অন্যান্য বিভাগের মধ্যে রয়েছে শ্রেষ্ঠ চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, প্রামাণ্য চলচ্চিত্র, চলচ্চিত্র পরিচালক, অভিনেতা (প্রধান চরিত্র), অভিনেত্রী (প্রধান চরিত্র), অভিনেতা (পার্শ্ব চরিত্র), অভিনেত্রী (পার্শ্ব চরিত্র), অভিনেতা বা অভিনেত্রী (খল চরিত্র), অভিনেতা বা অভিনেত্রী (কৌতুক চরিত্র), শিশু শিল্পী, শিশু শিল্পী (বিশেষ পুরস্কার), সঙ্গীত পরিচালক, নৃত্য পরিচালক, গায়ক, গায়িকা, গীতিকার, সুরকার, কাহিনীকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, স¤পাদক, শিল্প নির্দেশক, চিত্রগ্রাহক, শব্দগ্রাহক, পোশাক ও সাজসজ্জা এবং মেকআপম্যান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারে অংশগ্রহণের জন্য নির্ধারিত আবেদন ফরম বিনামূল্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কার্যালয় (রেড ক্রিসেন্ট বোরাক টাওয়ার, লেভেল-৯, ৩৭/৩/এ ইস্কাটন গার্ডেন রোড, রমনা, ঢাকা-১০০০) থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রযোজকদের নিজ নিজ চলচ্চিত্রের উন্নতমানের প্রিন্ট বা ডিভিডি এবং নির্ধারিত ছকে প্রযোজক, পরিচালক এবং সংশ্লিষ্ট শিল্পী ও কলাকুশলীদের নাম, ঠিকানা, টেলিফোন নম্বরসহ জীবন বৃত্তান্ত, চলচ্চিত্রের কাহিনী সংক্ষেপ, গানের কথা ইত্যাদির প্রতিটির ১৫ সেট পাঠাতে হবে। সেন্সর বোর্ড কার্যালয়ের ঠিকানায় এগুলো পাঠাতে হবে সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান ও জুরি বোর্ডের সদস্য-সচিবের কাছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন