নাট্যসংগঠন স্বপ্নদলের দেশ-বিদেশে প্রশংসিত প্রযোজনা ‘চিত্রাঙ্গদা’-র ৮৪তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা সাড়ে ছ’টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত সৃষ্টি ‘চিত্রাঙ্গদা’র গবেষণাগার নাট্যরীতিতে নির্দেশনা দিয়েছেন জাহিদ রিপন। সম্প্রতি স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ ভারতের দিল্লিস্থ ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) আয়োজিত এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সুবিখ্যাত ‘ভারত রঙ্গ মহোৎসব ২০২২’-এ প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে। এর আগে, ‘ভারত রঙ্গ মহোৎসব ২০১৫’-এ যুদ্ধবিরোধী গবেষণাগার নাট্য ‘ত্রিংশ শতাব্দী’ মঞ্চায়ন করে ব্যাপকভাবে প্রশংসিত হয় স্বপ্নদল। রবীন্দ্রনাথ মহাভারতের চিত্রাঙ্গদা-উপাখ্যান অবলম্বনে ১৮৯২-এ কাব্যনাট্যরপে এবং ১৯৩৬-এ নৃত্যনাট্যরূপে ‘চিত্রাঙ্গদা’ রচনা করেন। স্বপ্নদলের ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনাটি নির্মিত হয়েছে কাব্যনাট্য পাণ্ডুলিপি অবলম্বনে। ‘চিত্রাঙ্গদা’ প্রযোজনার গ্রন্থিকরা হলেন সোনালী, জুয়েনা, শিশির, শ্যামল, অর্ক, হ্যাপী, সুমাইয়া, সামাদ, ঊষা, জেবু, আলী, বিপুল, মাধুরী, নিসর্গ, আঁচল, মাসুদ, আসিফ, মামুন, বিমল, রবিন, অনিন্দ্য প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন