শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

নাট্যজন ম. হামিদ পাচ্ছেন ট্রাব বিজয়ের সুবর্ণজয়ন্তী সম্মাননা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর উদ্যোগে আগামী ২৯ ডিসেম্বর ঢাকার মিরপুরের প্রিয়াঙ্কা শুটিং জোনে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, মুক্তিযোদ্ধা নাট্যজন ম. হামিদ ট্রাব সুবর্ণজয়ন্ত ী সম্মাননায় ভূষিত হবেন। সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষের বিদায় লগ্নটিকে উৎসবমুখর করার প্রয়াসে দিনব্যাপী আলোচনা, বনভোজন, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ব ম. হামিদসহ পাঁচজন বরেণ্য ব্যক্তিত্বকে সম্মাননায় ভূষিত করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি থাকবেন অধ্যক্ষ বেগম রওশন আরা মান্নান এমপি। সভাপতিত্ব করবেন ট্রাব সভাপতি সালাম মাহমুদ। দেশের টেলিভিশন চ্যানেল ও জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার বিনোদন সাংবাদিকদের সমন্বয়ে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) গত ২৭ বছর ধরে ট্রাব অ্যাওয়ার্ড প্রদান, প্রতিবন্ধিদের হুইল চেয়ার প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সাংবাদিকদেরকে প্রশিক্ষণ, বিভিন্ন জাতীয় দিবস পালনসহ ব্যাপক কর্মসূচি করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন