সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানের সঙ্গে চিত্রনায়ক ইমন ও চিত্রনায়িকা মাহির কলরেকর্ড ফাঁস হওয়ার ঘটনায় দেশজুড়ে তোলপাড় হয়। মাহি ও ইমন তাদের নিজ অবস্থান থেকে ঘটনার ব্যাখ্যা দেন। তবে এবার মাহি ইমনের সঙ্গে কাজ করতে অপারগতা জানিয়েছেন। সম্প্রতি মাহি ওমরাহ পালন করে দেশে ফিরেছেন। ফিরেই ইমনের সাথে একটি ওয়েব ফিল্মে কাজ করার কথা ছিল। তবে মাহি তার সাথে কাজ করছেন না বলে জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, শারীরিক অসুস্থতার কারণে ওয়েব ফিল্মটিতে হয়তো আমার করা হচ্ছে না। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। ইমনের সাথে তার এ কাজ না করা নিয়ে গুঞ্জণ ছড়িয়েছে, আর যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনায় জড়াতে না হয়, এজন্য মাহি এ সিদ্ধান্ত নিয়েছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন