আজ দেশের মডেলিং জগতের শীর্ষ তারকা নোবেলের জন্মদিন। সাধারণত জন্মদিন নিয়ে নোবেলের তেমন কোন পরিকল্পনা থাকে না। তার স্ত্রী দিনটিকে আনন্দময় করে তুলতে নানান ধরনের আয়োজন করে থাকেন। বাবার জন্মদিন পালন করতে কানাডা থেকে তার মেয়ে নামীরা দেশে এসেছে। নোবেল বলেন, জন্মদিনে আমার মেয়ে আমাদের সাথে থাকবে, এটাই অনেক আনন্দের বিষয়। জন্মদিনে সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন আমাদের সবাইকে। এদিকে নোবেল জানান, ইতোমধ্যে নতুন দু’টি বিজ্ঞাপনে কাজ করেছেন। একই প্রতিষ্ঠানের দু’টি ভিন্ন গল্পের ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপন দু’টি অনলাইনে এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার হচ্ছে। এই দুটি বিজ্ঞাপনের আগে তিনি একই পরিচালকের নির্দেশনায় আরো একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। নোবেল জানান, আপাতত তিনি নাটকে কাজ করছেন না। এখন অফিসিয়াল কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। নোবেল বলেন, বর্তমানে আমি মোবাইল কোম্পানি রবি’তে চাকরী করছি। আমি চাকরী জীবন নিয়ে সন্তুষ্ট। চাকরী করলে আয়ের নিশ্চয়তা থাকে। এ কারণে আমার কাছে চাকরীর গুরুত্ব অনেক বেশি। বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার ক্ষেত্রেও পেশাদার মডেল হিসেবেই কাজ করেছি। উল্লেখ্য, আশি দশকে আফজাল হোসেনের নির্দেশনায় নোবেল ‘আজাদ বলপেনে’র বিজ্ঞাপনে প্রথম মডেল হিসেবে কাজ করেন। পরবর্তীতে তিনি আরও অসংখ্য দর্শকপ্রিয় বিজ্ঞাপনে ও নাটকে কাজ করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন