শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

৭ জানুয়ারি ইউরোপের ৩ দেশে মুক্তি পাচ্ছে মিশন এক্সট্রিম

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২২ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

গত ৩ ডিসেম্বর বাংলাদেশসহ যুক্তরাষ্ট্র, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পেয়েছে মিশন এক্সট্রিম সিনেমাটি। এবার নতুন করে ইউরোপের ৩টি দেশে মুক্তি পাচ্ছে এটি। আগামী ৭ জানুয়ারি একযোগে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মোট ১৮টি সিনেমা হলে মুক্তি পাবে সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান কপ ক্রিয়েশন জানিয়েছে, মিশন এক্সট্রিম স্কটল্যান্ডের সিনেওয়ার্ল্ড আবেরদীন ইউনিয়ন স্কয়ার ও সিনেওয়ার্ল্ড গøাসগোতে এবং আয়ারল্যান্ডের সিনেওয়ার্ল্ড ডাবলিনে মুক্তি পাবে। এছাড়া ইংল্যান্ডের সিনেওয়ার্ল্ড লন্ডন ওয়েস্ট অ্যান্ড কোয়ে, সিনেওয়ার্ল্ড লন্ডন ইলফোর্ড, সিনেওয়ার্ল্ড লন্ডন লুটন, ওডিয়ন লন্ডন ক্যামডেন, সিনেওয়ার্ল্ড বার্মিংহাম ব্রড স্ট্রিট, সিনেওয়ার্ল্ড র্ব্যাডফোর্ড, সিনেওয়ার্ল্ড সুইন্ডন রিজেন্ট সার্কাস সিনেওয়ার্ল্ড মিলটন কেইনস, সিনেওয়ার্ল্ড ব্রিস্টল, ওডিয়ন ওল্ডহ্যাম, ওডিয়ন লাক্স লেসটার, ওডিওন ম্যানচেস্টার গ্রেট নর্দার্ন, ওডিয়ন লিভারপুল ওয়ান-এ মুক্তি পাবে। সিনেমাটির অন্যতম পরিচালক সানী সানোয়ার বলেন, মিশন এক্সট্রিম বিদেশে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় আমরা আনন্দিত। দেশে দিন দিন সিনেমা ব্যবসার গতি ¯øথ হলেও বিদেশে রয়েছে অবারিত সম্ভাবনা। আমরা সে ভরসায় এগিয়ে যাচ্ছি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন