কুশল ট্যান্ডনের সঙ্গে একসময় প্রেম ছিল অভিনেত্রী গওহর খানের এটা অনেকের জানা। তারা শেষপর্যন্ত এই সম্পর্ক টিকিয়ে রাখতে পারেননি। তবে এতে শিল্পী হিসেবে পরস্পরের প্রশংসা করতে বা নতুন কাজের জন্য শুভকামনা জানাতে কোনো বাধা নেই। ঠিক তারই নজির সৃষ্টি করেছেন গওহর। তার প্রাক্তন প্রেমিকটির নতুন শো ‘বেয়হাদ’এ তার সাফল্য কামনা করেছেন অভিনেত্রীটি।
“নতুন ধারণা নিয়ে টেলিভিশনের জন্য এক আকর্ষণ হয়ে আসছে ‘বেয়হাদ’। খুব ভালো কাজ হচ্ছে। তারা যেন ভালো দর্শক পায় সেই কামনা করছি,” গওহর বলেন।
আমি প্রথম পর্ব দেখেছি; সব অভিনয়শিল্পী ভালো কাজ করেছে। বিশেষ করে কুশলের প্রশংসা করতে হয়, আমার মনে হয় এই ভ‚মিকাটি তাকে মনে করেই লেখা হয়েছে। সে অর্জুনের ভ‚মিকাটির প্রতি সুবিচার করছে। আমি তার আরো সাফল্য কামনা করছি,” তিনি আরো বলেন।
সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশনের শোটিতে আরো অভিনয় করছেন জেনিফার উইঙ্গেট এবং আনেরি বাজানি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন