শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাবা-মেয়ের ছবির প্রদর্শনী পরম্পরা

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের জয়নুল গ্যালারিতে গত সোমবার শুরু হয়েছে শ্রীবাস বসাক ও তার মেয়ে ঊর্মিলা শুক্লার যুগল ছবির প্রদর্শনী পর¤পরা। প্রদর্শনী উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল বারক আলভি, নিসার হোসেন, তাইজুল ইসলাম প্রমুখ। ৩০ অক্টোবর পর্যন্ত প্রদর্শনী চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা। শ্রীবাস বসাক ও ঊর্মিলা শুক্লা দুজনই ঢাবি চারুকলার প্রাক্তন শিক্ষার্থী। তাই এই প্রাঙ্গণে বাবা-মেয়ের যুগল প্রদর্শনী তাদের কাছে স্বপ্নের মতো। ঊর্মিলা শুক্লা বলেন, আমাদের বাবা-মেয়ের যুগল ছবির প্রদর্শনী পরম্পরা। ব্যস্ত সময়ে একটু সময় বের করে নেবেন আমাদের স্বপ্ন পূরণে শামিল হতে। তিনি আরো বলেন, দেয়ালে টাঙানো ছবিগুলো আপনার মুখশ্রী দেখার অপেক্ষায় রইল। উল্লেখ্য, এর আগে গত মে মাসে এই প্রদর্শনীটি হওয়ার কথা ছিল। কিন্তু ঊর্মিলা শুক্লার স্বামী রাহুল আনন্দ সড়ক দুর্ঘটনায় আহত হলে সেই প্রদর্শনী স্থগিত করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন