ছাত্রলীগে ঢুকলেই মেধাবীরা ধ্বংস হয় বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। বুধবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে ডাকসুতে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, ছাত্রলীগ নামক মেশিনে ঢুকলেই মেধাবী শিক্ষার্থীরাও খুনিতে রূপান্তরিত হয়। তাই এই মেশিনকে আগে আমাদের ধ্বংস করতে হবে।
তিনি বলেন, গত ২০ বছরে ছাত্রলীগের নেতা ছিলেন এমন ২০ জনের পিএইচডি ডিগ্রি আছে বলে মনে হয় না। তাছাড়া আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে এমন কোনো ছাত্রলীগ নেতা দেখাতে পারবেন না। কিন্তু ২০ বছরে ছাত্রলীগের খুন-সন্ত্রাসী-চাঁদাবাজি এমন হাজার হাজার অপকর্মের ফিরিস্তি দেওয়া যাবে।
তিনি আরও যোগ করেন, ছাত্রলীগের সব অপকর্মের ডকুমেন্টারি তৈরি করে আন্তর্জাতিক সংগঠনকে দেখালে তারা ছাত্রলীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন