শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসবে চন্দ্রকলা’র তামাশা

প্রকাশের সময় : ২৬ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলমান ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’-এ মঞ্চায়িত হতে যাচ্ছে চন্দ্রকলা থিয়েটারের আলোচিত নাটক ‘তামাশা’। জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে আগামী ২৭ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে দর্শকপ্রিয় এই হাসির নাটক। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন এইচআর অনিক। পুরনো ঢাকার বাসিন্দাদের জীবন ও সংস্কৃতির ছায়া স্থান পেয়েছে ‘তামাশা’তে। এতে অসাধারণভাবে তুলে ধরা হয়েছে পুরাতন ঢাকার ঐতিহ্যবাহী জীবনাচার ও কৃষ্টি-সংস্কৃতি। এটি ‘তামাশা’ নাটকের ৪৯তম প্রদর্শনী। বিভিন্ন চরিত্রে অভিনয়ে রয়েছেন মলি, বাধন, অবনী, আনিস, মাসুম, ইব্রাহিম, আপন, আব্দুল আহাদ, হাসান, রবিন, আব্দুল মান্নান এবং এইচআর অনিক। মামুনুর রশীদের সার্বিক তত্ত¡াবধানে নাটকের আলোক প্রক্ষেপণ তানজিল হোসেন। এসএম অঙ্গন ও সাদ্দাম হোসেনের সঙ্গীতায়নে রূপসজ্জা করছেন এমএইচ মাসুম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন