বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শেরপুরে ১৪টি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্যদের শপথ গ্রহণ

শেরপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০২১, ৬:১৭ পিএম | আপডেট : ৬:২০ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২১

শেরপুর জেলার সদর উপজেলাতে ৪র্থ ধাপের অনুষ্ঠিত ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সালের নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য এবং সাধারণ সদস্যদের ২৫ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় শপথ গ্রহণ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ডি.এম. সাদিক আল শাফিনের সঞ্চালনায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।


পরে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যদের শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।

শপথ গ্রহণকালে ১৪টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানগণ, ৪২ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ১২৬ জন সাধারণ সদস্য সহ ১৮২ জন শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের উদ্দেশ্যে বলেন, স্ব-স্ব ইউনিয়নের উন্নয়ন এবং ইউনিয়নবাসীর সেবায় আত্মনিয়োগ করে সরকারের সুযোগ সুবিধা পৌঁছে দেয়ার আহ্বান জানান। পরিশেষে তিনি সকলকে ২০২২ ইংরেজী নববর্ষের আগাম শুভেচ্ছা জানান।

এছাড়াও সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস নির্বাচিত সদস্যদের শপথ বাক্য শেষে বলেন, আপনারা জনগণের ভোটে নির্বাচিত সদস্য জনগণের সুখ, দুঃখে আপনারা তাদের পাশে থাকবেন। এবং সরকারের নিয়ম কানুন মেনে এলাকার উন্নয়ন করবেন।

শপথ গ্রহণকালে স্থানীয় সরকার উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তোফায়েল আহমেদ, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন