শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

১৭ বছরে পদার্পণ করছে বৈশাখী টেলিভিশন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

আজ ২৭ ডিসেম্বর বৈশাখী টেলিভিশন ১৭ বছরে পদার্পণ করছে। মুক্তিযুদ্ধের চেতনা ও বাঙালি সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালের ২৭ ডিসেম্বর যাত্রা শুরু হয় চ্যানেলটির। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ডিসেম্বর বিভিন্ন ধরনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে রয়েছে গান, নাটক, সিনেমাসহ নানা অনুষ্ঠান। দিনটিকে স্মরণীয় করে রাখতে সকাল ৮টা ২৫ মিনিটে শুরু হবে ‘১৭ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সংগীতানুষ্ঠান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে থাকছে দেশের স্বনামখ্যাত রাজনীতিক ও সাংস্কৃতিক অঙ্গনের গুণী ব্যক্তিত্বদের শুভেচ্ছা বক্তব্য। লিটু সোলায়মানের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে ৪টি সেগমেন্টে। প্রথম সেগমেন্ট শুরু হবে সকাল ৮টা ২৫ মিনিটে। সংগীত পরিবেশন করবেন ইউসুফ আহমেদ খান ও অণিমা রায়, অনুপমা মুক্তি, নদী ও শবনম প্রিয়াংকা। এরপর পর্যায়ক্রমে অন্যান্য শিল্পীরা গাইবেন। অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন আফরিন অথৈ, আইনুন পুতুল ও তাসনুভা মোহনা। প্রচার হবে দু’টি একক নাটক। সন্ধ্যা ৬.১০ মিনিটে প্রচার হবে ‘বুলির বেলকনি’। শামস করিমের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শার্লিন ফারজানা, শেলী আহসান প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, সুবাতা রাহিক জারিফার চিত্রনাট্যে এবং জিয়াউর রহমান জিয়ার পরিচালনায় বিশেষ নাটক ‘প্রতিদান’। এতে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা, অলিউল হক রুমি, শিল্পী সরকার অপু, শফিক খান দিলু প্রমুখ। দুটি বাংলা সিনেমার মধ্যে দুপুর ২টা ৪৫ মিনিটে প্রচার হবে ‘নয়ন ভরা জল’। মুহম্মদ হাননানের পরিচালনায় এতে অভিনয় করেছেন শাকিব খান, শাবনূর, শাহনূর, রাজীব সুচরিতা প্রমুখ। রাত ১২টায় প্রচার হবে ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’। শাবনূর, মান্না ও পূর্ণিমা, ডিপজল অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন এফ আই মানিক। ১৭ বছরে পদার্পণ উপলক্ষে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, আমাদের জন্য এদিনটি বড়ই আনন্দের। ১৭টি বছর একটি চ্যানেলের জন্য কম কথা নয়। এই দীর্ঘ পথ পরিক্রমায় যারা বৈশাখী টেলিভিশনের সঙ্গে ছিলেন এখনও যারা আছেন, তাদের আন্তরিক প্রচেষ্টা এবং দর্শকের অফুরন্ত ভালোবাসার কারণেই এটা সম্ভব হয়েছে। বৈশাখী টেলিভিশন যাত্রা শুরুর পর থেকেই দর্শকের কথা চিন্তা করে নানাবিধ অনুষ্ঠান প্রচার করে আসছে। কারণ, দর্শকের ভালোবাসা ছাড়া এত দীর্ঘ পথ পাড়ি দেওয়া সম্ভব ছিল না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন