শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

শেক্সপিয়রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শিল্পকলা একাডেমির কর্মশালা

প্রকাশের সময় : ২৭ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়রের ৪০০তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বছরব্যাপী কার্যক্রম এর আওতায় শেক্সপিয়রের নাটক : বিষয়বস্তু, বৈশিষ্ট এবং অভিনয় শৈলী শিরোনামে বিভিন্ন নাট্য সংগঠনের ৮০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে ১৪ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০১৬ পক্ষকালব্যাপী বিশেষ কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালায় মূখ্য প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নাট্যসারথী আতাউর রহমান। জাতীয় নাট্যশালার ১নং মহড়া কক্ষে কর্মশালা চলছে প্রতি শুক্র ও শনিবার বিকাল ৪টা থেকে রাত ৯টা এবং সোম ও মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। গত ১৪ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে উপস্থিত অতিথি হিসেবে উপস্থত ছিলেন বছরব্যাপী কর্মসূচি বাস্তবায়ন কমিটির সদস্য নাট্যজন রামেন্দু মজুমদার এবং বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুস সেলিম ও আনোয়ারা সৈয়দ হক। উদ্বোধনী দিনে লেকচার প্রদান করেন নাট্যসারথী আতাউর রহমান। ১৫ অক্টোবর বিকাল ৪টা-৬টা শেক্সপিয়রের উপর নির্মিত বিভিন্ন ফিল্ম প্রদর্শনী শেষে লেকচার প্রদান করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং কর্মশালা ভিত্তিক ৫টি দল তৈরি করেন। প্রত্যেকটি দল ১টি নাটকের বাছাকৃত অংশ মঞ্চস্থ করবে। নাটকগুলো হলো : ইম্প্রোভাইজেশন প্রযোজনা : ১। ম্যাকবেথ, অনুবাদ- সৈয়দ শামসুল হক উপদেস্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন কামালউদ্দিন কবির ২। ওথেলো, অনুবাদ- মুনীর চৌধুরী ও কবীর চৌধুরী  উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন স¤্রাট প্রামাণিক ৩। মার্চেন্ট অব ভেনিস, অনুবাদ- অধ্যাপক আব্দুস সেলিম উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আল জাবির ৪। টেম্পেস্ট, অনুবাদ- সৈয়দ শামসুল হক উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর আহমেদ সিডনী এবং ৫। টেমিং অব দ্যা শ্রু, অনুবাদ- মুনীর চৌধুরী উপদেষ্টা নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করছেন আলী আহমেদ মুকুল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন