শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

চতুর্থ ব্যান্ড্রিল প্রতিযোগিতার বিজয়ী টিম ভয়েজার্স

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০২ এএম

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় চতুর্থ বারের মত আয়োজিত ব্র্যান্ড্রিল প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। চ‚ড়ান্ত পর্বে ৬টি দলের লড়াইয়ে নির্ধারিত হয় ব্র্যান্ড্রিল ২০২১-এর বিজয়ী দল, প্রথম রানার আপ এবং দ্বিতীয় রানার আপ দল। প্রতিযোগিতায় বিজয়ী ও রানারআপদের জন্য পুরষ্কার হিসেবে ছিল মোট ১ লাখ ৫০ হাজার টাকার প্রাইজ মানি। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে— ‘টিম ভয়েজার্স’, ১ম রানার আপ হয়েছে ‘টিম ব্যান্ডিটস অব লেভিন’ এবং ২য় রানার আপ হয়েছে ‘টিম জিজি’। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুল মঈন। এ বছর ক্লাব কর্তৃক ৪র্থবারের মতো আয়োজিত হয়েছে জাতীয় পর্যায়ে দেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ডিং প্রতিযোগিতা ‘আলেশা অ্যাগ্রো প্রেজেন্টস ব্র্যান্ড্রিল ২০২১ পাওয়ার্ড বাই আলেশা ফার্মেসি। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মুহাম্মাদ ইসমাইল হোসেন, প্রফেসর, ডিপার্টেমেন্ট অব মার্কেটিং, ঢাকা বিশ্ববিদ্যালয়; মো. নাজমুল হাসান, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টেমেন্ট অব ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়; নাহিদ জাহান, মার্কেটিং অ্যান্ড কম্যুনিকেশন, আলেশা হোল্ডিংস লিঃ; মো. ইফতেখার আলম, ডেপুটি জেনারেল ম্যানেজার, ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ক্রিয়েটিভ মার্কেটিং, গ্রামীণফোন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হওয়া এ প্রতিযোগিতার তিনটি পর্বের মধ্যে প্রথম পর্ব থেকে দুই শতাধিক দলের লড়াই শেষে সেমি-ফাইনালে পৌঁছে ৩০টি দল। সেমি-ফাইনাল থেকে নির্বাচিত সেরা ৬টি দল লড়েছে ফাইনালের জন্য। উল্লেখ্য, ভয়েস অব বিজনেস ক্লাব সূচনালগ্ন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে ক্লাব কার্যক্রমে সর্বাধিক উন্নতির ধারা বজায় রেখে এগিয়ে চলেছে। ক্লাবের সদস্যদের দক্ষ হয়ে ওঠার জন্য প্রতিনিয়ত সেমিনার, ওয়ার্কশপ এবং অন্যান্য প্রয়োজনীয় কার্যকলাপের ব্যবস্থা করা হয়। ক্লাবটি বাংলাদেশে সর্বপ্রথম এবং সর্বাধিক শিক্ষার্থী পরিচালিত প্রকাশনা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্য ক্লাবগুলোর মধ্যে একটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন