শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

এসএসসিতে ফেল করায় আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

বগুড়ার সান্তাহারে এসএসসি পরীক্ষায় ফেল করায় শৌরভ নামের এক ছাত্র ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ এদিন বিকেলে তার লাশ উদ্ধার করেছে। সে বগুড়ার শবগঞ্জ উপজেলার মাসিমপুর ডোমড়া পাড়ার মো. শামসূল আলীর ছেলে বলে জানা গেছে।

সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানা যায়, এসএসসি পরীক্ষায় ফেল করায় শৌরভ গত বৃহস্পতিবার দুপুর ২টার দিক সান্তাহার থেকে দিনাজপুরগামী আন্তঃনগর দোলন চাপা ট্রেনের ইঞ্জিনে উঠে এবং নামা পোঁওতা রেলব্রিজের পূর্বপাশে রেল গেটের কাছে ট্রেন থেকে লাইনের ভিতর ঝাপ দিয়ে আত্মহত্যা করেছে। শৌরভ নওগাঁ সদর উপজেলার শাজাহাদপুর নানার বাড়িতে পড়াশোনা করতো। সে এবার নওগাঁর ফতেপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। সান্তাহার রেলওয়ে পুলিশ লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তন্তর করেছে। এব্যাপারে সান্তাহার রেলওয়ে থানায় এটি ইউডি মামলা দায়ের করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন