শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মোবাইল চালাতে নিষেধ করায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা!

যশোর ব্যুরো | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:৩৯ পিএম

যশোরের ঝিকরগাছায় মোবাইল চালাতে নিষেধ করায় এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে। শনিবার সকালে উপজেলার রায়পটন গ্রামের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফারহানা আলম ঐশি (নদী) ওই গ্রামের আশরাফুল ইসলাম আদমের মেয়ে। সে বাঁকড়া জে কে মাধ্যমিক বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী ছিল।

পিতা আশরাফুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে মোবাইল ফোন চালাতে নিষেধ করলে ঐশি আমার ওপর অভিমান করে। পরে ভোরে নামাজ শেষে ঐশির ঘরের দরজায় ধাক্কা দিলে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।’
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, ‘বাবার সঙ্গে অভিমান করে এক ছাত্রী আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন