উত্তর : ইসলামে মহিলাদের পক্ষ থেকে তালাক দেওয়ার কোনো নিয়ম নেই। বাংলাদেশের আইনে কোনো কারণ দেখিয়ে তালাক দেওয়ার বিধান রাখা হয়েছে। কাবিন রেজিষ্ট্রির সময় মেয়েকে তালাকের অধিকার দেওয়া হয়। আপনি সেটি বুঝে না বুঝে দিয়ে থাকলে স্ত্রী আপনাকে তালাক দিতে পারবে। শরীয়তে এটি জায়েজ পদ্ধতি নয়। কিন্তু দেশীয় আইনে বৈধ। শরীয়তে মহিলাকে তালাকের অধিকার দিলেও সে স্বামীর পক্ষ থেকে তালাক নিতে পারে। স্ত্রী নিজেই কোনো অবস্থাতে তালাক দিতে পারে না। শরীয়তে কোনো কারণ দেখিয়ে কোটের মাধ্যমে তালাক লাভ করার নিয়মও আছে। তবে, এক্ষেত্রে স্ত্রী মিথ্যার আশ্রয় নিতে পারবে না। যদি নেয়, তাহলে সে কবীরা গুনাহ করবে। খোলা তালাকেও স্বামীর সাথে সমঝোতা করে বিদায় নিতে হয়। এছাড়া অন্যভাবে তালাক দিয়ে যে মহিলা চলে যায়, সে মূলত শরীয়তমতো যায় না। দেশীয় আইনে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে, দেশীয় আইনের ভিত্তিতে যদি তালাক পতিত হয় বলে সাব্যস্ত হয়, তাহলে সমঝোতার চেষ্টা করার সুযোগ থাকে। যদি সমঝোতায় পৌঁছানো না যায়, তাহলে তালাক দিয়ে দেওয়া উত্তম। আল্লাহ আপনাকে উত্তম বিকল্প দিবেন, আর মহিলাটিও অবৈধ ভবিষ্যত থেকে রক্ষা পাবে।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন