তালাকের নোটিশে স্ত্রী সম্পর্কে অবমাননাকর শব্দ উল্লেখ করা কেন অবৈধ হবে না-এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে তালাক নোটিশের নির্ধারিত ফরম কেন তৈরির নির্দেশ দেয়া হবে না-এই মর্মেও রুল জারি করা হয়েছে। রিটের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ রুল জারি করেন। আইন মন্ত্রণালয়, নিবন্ধন অধিদফতরসহ তিন জনকে আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
রিটকারীর আইনজীবী আব্দুল্লাহ আল নোমান জানান, স্বামী কর্তৃক স্ত্রীকে তালাক দেয়ার ক্ষেত্রে সরকার নির্ধারিত কোনো ফরম নেই। নিকাহ রেজিস্ট্রারগণ একটি ফরম তৈরি করে নিয়েছেন। সেটির ভিত্তিতে তালাক দেয়া হচ্ছে। যে ফরমে নারী সম্পর্কে অবমাননাকর কথাবার্তা লেখা হচ্ছে, যা আপত্তিকর। এ কারণে বাদী এ রিটটি দায়ের করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন