শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বু! আ ম্যাডিয়া হ্যালোউইন

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

টাইলার পেরি পরিচালিত ‘ম্যাডিয়া’ সিরিজের শেষ কমেডি চলচ্চিত্র ‘বু! আ ম্যাডিয়া হ্যালোউইন’। ‘দ্য সিঙ্গল মমস ক্লাব’ (২০১৪), ‘আ ম্যাডিয়া ক্রিসমাস’ (২০১৩), ‘টেম্পটেশন্স : কনফেশন্স অফ আ ম্যারেজ কাউন্সেলর’ (২০১৩), ‘গুড ডিডস’ (২০১২), ‘ম্যাডিয়া’স উইটনেস প্রটেকশন’ (২০১২), ‘ম্যাডিয়া’স বিগ হ্যাপি ফ্যামিলি’ (২০১১), ‘ফর কালার্ড গার্লস’ (২০১০), ‘হোয়াই ডিড আই গেট ম্যারিড ঠু?’ (২০১০), ‘আই ক্যান ডু ব্যাড বাই মাইসেল্ফ’ (২০০৯), ‘ম্যাডিয়া গোজ টু জেইল’ (২০০৯), ‘মিট দ্য ব্রাউন্স’ (২০০৮), ‘দ্য ফ্যামিলি দ্যাট প্রেজ’ (২০০৮) এবং ‘হোয়াই ডিড আই গেট ম্যারিড?’ (২০০৭) পেরি পরিচালিত চলচ্চিত্র। এই চলচ্চিত্রটি ‘টাইলার পেরি’জ বু! আ ম্যাডিয়া হ্যালোউইন’ নামেও প্রচারিত।
সবার প্রিয় ম্যাডিয়া (টাইলার পেরি) এক অদ্ভুত পরিস্থিতি আর সময়ে নিজেকে আবিষ্কার করে। সময়টা বলাই বাহুল্য হ্যালোউইন। তবে পরিস্থিতি একটু ভিন্ন। সবাই ৩১ অক্টোবরের এই খৃস্ট ধর্মাবলম্বীদের উৎসবে যেমন সব ভীতিকর সত্তার বেশ ধরে থাকে এখন তার অনেকটাই ব্যতিক্রম। ভয়ানক খুনি, ভ‚ত, মন্দ আত্মা, রক্তচোষা আর যম্বিরা পথে নেমে এসেছে। এক অজানা ভাইরাসের সংক্রমণে এমন ঘটেছে। এরা ব্যাপক অরাজকতা সৃষ্টি করেছে। শহরগুলো থেকে মানুষরা সব পালিয়ে গেছে। এদের মোকাবেলা করার পাশাপাশি ম্যাডিয়ার দায়িত্ব তার একদল কিশোর বয়সী নাতী নাতনিকে অশুভ থেকে রক্ষা করা। এদিকে এটি ডানপিটের দল আবার পরিকল্পনা করেছে এক উদ্দাম হ্যালোউইন পালনের। এদের ওপরও তার খেয়াল রাখতে হবে যাতে এরা কোনও রকম উচ্ছৃঙ্খল কাজ না করতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন