স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় জাদুঘরের শিল্পাচার্য জয়নুল আবেদিন গ্যালারি সংস্কারপূর্বক সম্পূর্ণ নতুন আঙ্গিকে সম্প্রতি নবসজ্জিত করা হয়েছে। আইএফআইসি ব্যাংক লিমিটেডের আর্থিক সহযোগিতায় এই সংস্কার ও সজ্জিতকরণ সম্ভব হয়েছে। সার্বিক কারিগরি সহায়তা প্রদান করেছে ‘দৃক’ পিকচার লাইব্রেরি লিমিটেড। গ্যালারিটি কিউরিং করেছেন দৃক-এর এ এস এম রেজাউর রহমান। কাল ২৯ অক্টোবর শনিবার বিকাল ৪টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি এই নবসজ্জিত গ্যালারি উদ্বোধন করতে সানুগ্রহ সম্মতি প্রদান করেছেন। মাননীয় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি সম্মানীয় অতিথি হিসেবে এ অনুষ্ঠানে যোগ দিতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা এবং আইএফআইসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রখ্যাত চিত্রশিল্পী অধ্যাপক হাশেম খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন