বিনোদন ডেস্ক : চিত্রনায়ক ইমন ফ্রান্সে টানা ২৫ দিন শুটিং-সহ ঘুরে বেড়িয়েছেন নিজের মতো করে। সেখানে ২৫ দিন থাকার পর দেশে ফিরেছেন। কয়েকদিন বিশ্রাম শেষে আবারো শুটিংয়ে ফিরেছেন। অভিনয় করেছেন ‘আমি ডিভোর্স চাই’ নামে একটি নাটকে। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সঞ্চয় বড়–য়া। নাটকের দুটি কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ইমন ও হিমি। ইমন বলেন, ‘যখন ফ্রান্সে ছিলাম তখনই পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেছেন। গল্প পড়ে খুব ভালো লাগায় কাজটি করতে সম্মতি জানিয়েছি। এতে আমার সহশিল্পী কে হবেন না হবেন সে বিষয়েও আমি কিছু বলিনি। অবশ্য এ নিয়ে কখনোই আমার বলার কিছু থাকেনা। শুটিং করতে এসে দেখলাম আমার বিপরীতে অভিনয় করছেন হিমি। অভিনয়ে হিমি নতুন হলেও বেশ ভালো অভিনয় করছেন। কাজটি নিয়ে সত্যিই আমি অনেক বেশি আশাবাদী। হিমি বলেন, ‘এরইমধ্যে অনেক প্রতিথযশা নির্মাতার নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। কিন্তু সঞ্চয় বড়–য়া দাদার নির্দেশনায় এবারই প্রথম কাজ করছি। তিনি খুব গুছিয়ে কাজ করেন। আমার খুবই ভালো লেগেছে কাজটি করে।’ পরিচালক জানান শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন