খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪৪ ছাত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত নেয়ার দিন ধার্য্য রয়েছে আজ মঙ্গলবার। শিক্ষক সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ৪৪ ছাত্রের সম্পৃক্ততা রয়েছে বলে মনে করে তদন্ত কমিটি ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে।
এরই পরিপ্রেক্ষিতে গত ৩০ ডিসেম্বর ৪৪ ছাত্রকে শোকজ করে শৃঙ্খলা কমিটি। গতকাল সোমবার শোকেজের জবাব দেয়ার শেষ দিন ছিলো।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে ৪৪ ছাত্র শোকজের জবাব দিয়েছে। আজ শোকজের জবাব পর্যালোচনা করবে শৃঙ্খলা কমিটি। শোকজের জবাব শৃঙ্খলা কমিটির কাছে সন্তোষজনক না হলে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে শৃঙ্খলা কমিটি। এদিকে আগামীকাল বুধবার জরুরি সিন্ডিকেট সভা আহবান করেছে উপাচার্য।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন