‘পিয়ানো ম্যান’ গানের জন্য খ্যাত সঙ্গীত কিংবদন্তী বিলি জ্যোল টেইলর সুইফ্টকে বিটলসের সঙ্গে তুলনা করে জানিয়েছেন সুইফ্ট হলেন বর্তমান প্রজন্মের ‘ফ্যাব ফোর’। বর্তমান প্রজন্মের সঙ্গীত শিল্পীদের সম্পর্কে জানতে চাইলে জ্যোল ইউএসএ টুডেকে বলেন : অ্যাডেল অসাধারণ গায়িকা, বিগত দিনের (বারবারা) স্ট্রাইস্যান্ডের মত। টেইলরও (সুইফ্ট) দারুণ প্রতিভাবান গায়িকা। সে ভাল গান করছে, তার গানগুলোও অতুলনীয় আর সে বিশাল। তাকে অনেক বেশি মার্ক দিতেই হয়। সে সঙ্গীতকে বোঝে, গান লেখে ঠিক সেই যুগে বিটলসের মত। ৭৩ বছর বয়সী সঙ্গীত কিংবদন্তী বলেন, আমার সন্তানরা পপ গান শোনে। আমি আর সেভাবে এসব গান শুনি না, তাদের সঙ্গে গাড়িতে থাকলে তারা রেডিও চালিয়ে দেয় আর আমাকে সব তথ্য জানিয়ে দেয়। একদিন ডেলা বাসায় ফিরে বলল, ‘বাবা, সবাই জানে তুমি কে’। তিনি আরও বলেন, আমার ছোট বেলায় আমার প্রজন্ম আমাদের বাবামায়ের পছন্দের গান শুনতাম না। তারা ক্লাসিকাল পছন্দ করত, তবে সম্ভবত সিনাত্রা, হতে পারে পেরি কোমোও। তারা সেসব গান শুনত পরে ১৯৮০ দশকের গানও শুনতে শুরু করে। আমরা সেগুলো ভুলে গেছি এবং পরে এলভিস, বিটলস, ডিসকো আর পরে ৮০’র গানে মজেছি। তরুণদের দিকে তাকালে ভাল লাগে তারা এখন আরো বড় আলোড়ন সৃষ্টি করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন