শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জাতীয় ও আন্তঃক্লাব টেনিস

প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্স ও উত্তরা ক্লাব মাঠে গতকাল অনুষ্ঠিত হয় ইউরো গ্রæপ-ইউসিএল জাতীয় ও আন্তঃক্লাব টেনিসের পুরুষ ও মহিলা এককের খেলা। পুরুষ এককে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় সাতক্ষীরা টেনিস ক্লাবের শেখ হাসিবুল হককে, রাজশাহীর দেলোয়ার হোসেন ব্রিটিশ হাইকমিশন ক্লাবের মুনির হোসেনকে, ব্রিটিশ হাইকমিশন ক্লবের রুবেল হোসেন মানিকগঞ্জ টেনিস ক্লাবের সেলিম হোসেনকে, বিকেএসপির ইসতিয়াক ব্রিটিশ হাইকমিশন ক্লাবের সজিব পাশিকে, নরডিক ক্লাবের আলমগীর হোসেন পাবনা স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের আখতার হোসেনকে, আমেরিকান ক্লাবের মিলন হোসেন এলিট টেনিস একাডেমির ফারুক হোসেনকে এবং পাবনার স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাবের দীপু লাল বিসিএসআইআর টেনিস ক্লাবের হানিফ মুন্নাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন। মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রিতি একই সংস্থার রিনভি আক্তারকে এবং বিকেএসপির পপি আক্তার একই সংস্থার জেরিন সুলতানাকে হারিয়ে সেমিফাইনালে উঠেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন