গত এক বছরে খুলনা জেলায় ১ লাখ ৬১ হাজার ৫৭০ টি নমুনা পরীক্ষায় ২৮ হাজার ১৩ জন করোনা শনাক্ত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ৭৭৭ জন। গত ২৪ ঘন্টায় ১১৪ টি নমুনা পরীক্ষায় ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আজ বুধবার খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এখন পর্যন্ত খুলনায় করোনার সংক্রমন সহনীয় পর্যায়ে রয়েছে। তবে সবাইকে সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পার্শ্ববর্তী ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার বড় ধরণের সংক্রমন দেখা দিয়েছে। খুলনাঞ্চলের মানুষ নানা প্রয়োজনে ভারতে গিয়ে থাকেন। তাই করোনার বিষয়ে এ অঞ্চলের মানুষকে বাড়তি সতর্কতা গ্রহণ করতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন