আজ চ্যানেল ২৪-এর স্টুডিও ২৪ লাইভে রাত ১১ টায় গাইবেন সুফি-ফোক ডিভা সায়েরা রেজা। এই সঙ্গীতশিল্পী এখন নিয়মিত টেলিভিশন লাইভ শোতে অংশগ্রহণ করছেন। বছরের প্রথম দিন চ্যানেল আই তে তারকাকথন, ঐক্য সিএমএসএমই আওয়ার ও বিটিভিতে গান আলাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। আগামী ৮ জানুয়ারী গাইবেন এশিয়ান টিভিতে। যুক্তরাষ্ট্র থেকে ফেরার পর টিভি, রেডিওর পাশাপাশি লাইভ কনসাট নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। সায়েরা রেজার বছর শুরু হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শুভ্র দেবের সাথে রাজশাহীতে বড় একটি কনসার্টে পারফর্মের মাধ্যমে। এছাড়া গত ৩ জানুয়ারী অংশ নেন জামালপুরের মাদারগঞ্জে দুটি কনসার্টে। সায়েরা রেজা বলেন, প্রত্যন্ত অঞ্চলের মানুষজন যে আমাকে এভাবে চেনেন, বিষয়টি ভেবে সত্যি অবাক হয়েছি আমি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন