শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিঙ্গেল থাকতেই পছন্দ করছি-স্পর্শিয়া

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২২, ১১:৫৭ পিএম

দর্শকপ্রয় অভিনেত্রী স্পর্শিয়া একজন উদ্যোক্তা হয়ে গত বছর যাত্রা শুরু করেন। এর আগে প্রযোজনা প্রতিষ্ঠানও খোলেন। নতুন বছরে প্রযোজনা প্রতিষ্ঠান, সফল নারী উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। পাশাপাশি অভিনয় চালিয়ে যাবেন। সম্প্রতি ব্যক্তিগত বিষয় নিয়ে তিনি কথা বলেন। তিনি বলেন, ব্যক্তিগত জীবনটা আমার। প্রফেশনাল বিষয়ে কথা বলতে আমি বেশি পছন্দ করি। তবে এতটুকু পরিস্কার করে বলতে চাই, আমি সিঙ্গেল থাকতেই পছন্দ করছি। আপাতত বিয়ে নিয়ে ভাবছি না। তিনি বলেন, নারীরা কিন্তু একা একা যুদ্ধ করে অনেক পথ পাড়ি দিচ্ছে। আমি সেই চ্যালেঞ্জ নিয়ে সামনে এগিয়ে যেতে চাচ্ছি। আমার মূল উদ্দেশ্য নিজেকে সফলভাবে পরিচালিত করা। আর আমি ব্যক্তিগত জীবন আলাদাভাবেই দেখি। তারপরও আমার ভক্তদের জন্য সবকিছু শেয়ার করি। কিন্তু বিয়ে প্রেম এখনই কোনটা করছি না। যদি বিয়ে করি সেটা ব্যক্তিগতভাবেই রাখব। কেউ জানতে চাইলে অবশ্যই জানাব। বিয়ে করলে ক্যারিয়ার ভাটা পড়ে এমন মন্তব্যে স্পর্শিয়া বলেন, তা কেন হবে। বলিউডের দিকে খেয়াল করলে দেখবেন, সেখানকার অনেক তারকা বিয়ের খবর সামনে নিয়ে আসে। তাদের তো ক্যারিয়ারের ক্ষতি হয় না। আমাদের দেশে তারকার ক্ষতি হবে কেন? মূল কথা তারকার বিয়ে-সাদীর বিষয় নয়, তার অভিনয়ই দর্শক বেশি পছন্দ করে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন