শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

রড স্টুয়ার্টের আর্থিক সহায়তা চান না ক্লিফ রিচার্ড

প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

গায়ক ক্লিফ রিচার্ড (ছবিতে ডানে) নিশ্চিত করেছেন তার আইনি লড়াইয়ে গায়ক রড স্টুয়ার্টের আর্থিক সহায়তার প্রয়োজন নেই তার।
১৯৫৮ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত তার বিরুদ্ধে আনীত চারটি যৌন নির্যাতন বা হয়রানির অভিযোগের প্রেক্ষিতে ‘ডেভিল উওম্যান’ গানের তারকাটিকে প্রায় ২২ মাস ধরে তদন্তের রাখা হয়েছে। তিনি এখন বিবিসি আর সাউথ ইয়র্কশায়ার পুলিশের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। একটি শিশু নির্যাতনের অভিযোগের পর ২০১৪তে সাউথ ইয়র্কশায়ার পুলিশের তার বার্কশায়ারের ম্যানশনে অভিযান চালায় এবং বিবিসি তা সরাসরি প্রচার করে।
স্টুয়ার্টের এই ইচ্ছা প্রকাশে রিচার্ড মুগ্ধ হলেও তিনি জানিয়েছেন তার যথেষ্ট আছে এবং কোনও অর্থের প্রয়োজন নেই।
“আমি রোমাঞ্চিত। এটি হৃদয়ছোঁয়া বার্তা। তিনি যখন আমার আইনি খরচের ব্যাপারে আমাকে সাহায্য করবেন এমন ইচ্ছা প্রকাশ করেছেন আমার ভালো লেগেছে,” রিচার্ড একটি সাময়িকীকে বলেন, “পরে আমি তাকে ইমেইল করে লিখেছি : ভাববেন না আমার যথেষ্ট আছে। আমি আপনাকে এখানে আটকাবো না।”

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন