বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আজ প্রাচ্যনাটের নাটক খোয়াবনামা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

প্রখ্যাত কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস-এর ২৫তম মৃত্যুবার্ষিকীতে প্রাচ্যনাটের মঞ্চস্থ করবে নাটক ‘খোয়াবনামা’। আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে নাটকটি। প্র্রাচ্যনাটের ৩৭তম প্রযোজনাটির নাট্যরূপ দিয়েছেন মো. শওকত হোসেন সজীব। নির্দেশনা দিয়েছেন কাজী তৌফিকুল ইসলাম ইমন। আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত উপন্যাস খোয়াবনামা অবলম্বনে নাটকটি রচিত হয়েছে। সাতচল্লিশের দেশভাগের পটভূমিতে তৎকালীন জনমানুষের বিস্তৃত জীবন আখ্যান ‘খোয়াবনামা’। এই গল্পের মধ্য দিয়ে সময়ের জীবন ও বাস্তবতাকে ঔপন্যাসিক তুলে ধরেছেন নিপূণ হাতে। এতে অভিনয় করেছেন সানজিদা প্রীতি, সাখাওয়াত হোসেন রিজভী, মনিরুল ইসলাম রুবেল, চেতনা রহমান ভাষা, শশাংক সাহা, মো. সোহেল রানা, মিতুল রহমান, মো. সোহেল রানা, তানজি কুন, সাইদুর রহমান শাহীন, শ্রাবণ শামীম প্রমুখ। গানের সুর রাহুল আনন্দ, সঙ্গীত নীল কামরুল, কোরিওগ্রাফি স্নাতা শাহরিন, মঞ্চ এবি এস জেম, আলোক ভাবনা: ঠান্ডু রায়হান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন