শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

বাসায় ফিরে আইসোলেশনে শাবনূর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর এখন আগের চেয়ে ভালো আছেন। গত মাসের শেষের দিকে তিনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এখন বাসায় ফিরেছেন। শাবনূর জানিয়েছেন, আগের চেয়ে ভালো আছি। যদিও কিছুটা কাশি আছে। মাঝেমধ্যে জ্বরও আসছে। শারীরিকভাবে দুর্বল। তিনি জানান, হাসপাতালে আরও কিছুদিন থাকা দরকার ছিল। চিকিৎসকরাও বলেছিলেন, আরও কিছুদিন থাকতে। তবে আমার ছেলে আইজান করোনায় আক্রান্ত হওয়ায় বাসায় চলে এসেছি। বাসায় অসুস্থ ছেলেকে রেখে হাসপাতালে থাকতে পারছিলাম না। তাই হাসপাতাল থেকে বাসায় ফিরে এসেছি। আমরা মা-ছেলে এখন আইসোলেশনে আছি। শাবনূর বলেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আইজানের জন্য দোয়া করবেন, আল্লাহপাক যেন আমার নয়নের মণিকে শিগগিরই সুস্থ করে দেন। উল্লেখ্য, পিঠের ব্যথার জন্য গত ২৭শে ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে এক্স- রে করাতে যান শাবনূর। করোনাসহ আরও বেশকিছু পরীক্ষাও করান তিনি। হাসপাতালের কাজ শেষে বাসায় ফিরেই হাসপাতাল থেকে জানানো হয়, তিনি করোনায় আক্রান্ত। এরপর ২৭শে ডিসেম্বর আইসোলেশনে চলে যান শাবনূর। পরদিন শ্বাসকষ্ট শুরু হলে ২৯ ডিসেম্বর সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন