শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

টক মিষ্টি ঝালে আজরা মাহমুদ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৬ এএম

দীর্ঘদিনের মিডিয়া ক্যারিয়ারের পরেও এখনো কেন ধনী হতে পারলেন না মডেল ও উপস্থাপক আজরা মাহমুদ? অধিক ধনসম্পত্তির মালিক কারো সাথে তিনি বন্ধুত্ব করতে যান নাকী তার সঙ্গেই অনেকে বন্ধুত্ব করতে আসে? যোগ্যতার বিচারে মিডিয়ার কাকে গরীব মনে করেন তিনি? ধনী হওয়ার নেশায় কি কি করতে রাজী এই মডেল? এসব প্রশ্নের উত্তর জানা যাবে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝালে’র ‘ধনী-গরীব’ পর্বে। এ ছাড়াও ‘মি. মিষ্টি’ সেগমেন্টে পারফর্ম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান তারেক মাহমুদ। আবু হেনা রনির উপস্থাপনা ও খায়রুল বাবুইয়ের প্রযোজনায় ‘টক মিষ্টি ঝালে’র ‘ধনী-গরীব’ পর্বটি প্রচার হবে আজ রাত ১১.২৫ মিনিটে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন