শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

থাই-সীমান্ত শহরে মিয়ানমারকে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘ দূতের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২২, ১২:০৫ এএম

বিদ্রোহ দমনের নামে মিয়ানমারের সেনাবাহিনী কায়া রাজ্যের থাইল্যান্ড সীমান্তবর্তী শহর লইকো অবরুদ্ধ করে রেখে সেখানে হামলা চালাচ্ছে। এখনই ওই হামলা বন্ধ করে অবরোধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন এক জাতিসংঘ দূত। মিয়ানমারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি থমাস অ্যান্ড্রুস সোমবার এক টুইটে এই আহ্বান জানান। তিনি লেখেন, ‘মিয়ানমারের জান্তা বাহিনী লইকো শহরের উপর আকাশ ও ভূমি থেকে যে হামলা চালাচ্ছে সেটা জান্তা শাসক মিন অং হ্লাইংকে এখনই বন্ধ করতে হবে’। থাইল্যান্ড সীমান্তবর্তী মিয়ানমারের কায়া রাজ্যের রাজধানী লইকো। মিয়ানমার সেনাবাহিনী গত বছর ফেব্রুয়ারিতে অং সান সু চি সরকারকে উৎখাত করে দেশটির ক্ষমতা দখল করে। তারপর থেকে মাঝেমধ্যেই লইকোর বিভিন্ন বিদ্রোহী দলের সঙ্গে সেনাবাহিনীর সংঘাত হচ্ছে। স্থানীয় বাসিন্দা এবং দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহ থেকে সেনাবাহিনী লইকো শহর অবরুদ্ধ করে রেখে সেখানে বিমান হামলা চালাচ্ছে। এছাড়া, শহরে তারা কামানের গোলাও ছুঁড়ছে। প্রাণ বাঁচাতে বহু মানুষ শহর ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু সেনাবাহিনী শহর অবরুদ্ধ করে রাখায় তারা শহর ছাড়তে পারছে না।এদিকে, মানবিক ত্রাণ নিয়ে শহরের ভেতরও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ বিষয়ে জানতে রয়টাসের’ পক্ষ থেকে জান্তা প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বরাবরের মত ব্যর্থ হতে হয়। নাম প্রকাশ না করে লইকোর এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, যেহেতু শহরের বাইরে লড়াই হচ্ছে। তাই পালিয়ে যাওয়া কঠিন। ‘আমি মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি’। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন