শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রেকর্ড সৃষ্টির পথে মিঠাই, খুকুমণির ধাক্কায় ছিটকে গেল খড়কুটো

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

সবাইকে অবাক করে দিয়ে টপ টেনেও জায়গা করতে পারল না ‘খড়কুটো’ ও ‘শ্রীময়ী’। টিআরপির ঘণ্টা বেজে গিয়েছে। আর বছর প্রায় শেষ হতে চলেছে। এবার ৪৯তম সপ্তাহে এসেও টিআরপিতে প্রথমেই আছে ‘মিঠাই’। এই সপ্তাহেও সেরার শিরোপা পেল ‘মিঠাই’। এককথায় বাংলার দর্শকের মধ্যমণি হয়ে রয়েছে মিঠাই রানি। তাদের প্রাপ্ত টিআরপি ১১.১। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে একসঙ্গে দুটি ধারাবাহিক ‘উমা’ ও ‘যমুনা ঢাকি’। এই দুই ধারাবাহিকের প্রাপ্ত টিআরপি ৯.৫। অন্যদিকে অন্যদিকে ঐতিহ্যবাহী খাবারের সম্ভার নিয়ে তৃতীয় স্থানে স্টার জলসার ‘খুকুমণি হোম ডেলিভারি’। ধারাবাহিকটির প্রাপ্ত রেটিং ৯.১। উল্লেখ্য, ধারাবাহিক শুরু হওয়ার পঞ্চম সপ্তাহেও খুকুমণি সংশ্লিষ্ট চ্যানেলের টপার হওয়ার ধারা অব্যাহত রেখেছে। ‘সর্বজয়া’ এবং ‘অপরাজিতা অপু’ যুগ্মভাবে চার নম্বর স্থানটি দখল করেছে, তাদের প্রাপ্য নম্বর ৮। সেরা পাঁচে জায়গা করে নিয়েছে ঋষিরাজ আর পিহুর প্রেমের গল্পও। ‘মন ফাগুন’-এর সংগ্রহে ৭.৯ রেটিং পয়েন্ট। ষষ্ঠ স্থানে রয়েছে বরফি ও সইয়ের বন্ধুত্বের কাহিনী ‘আয় তবে সহচরী’। তবে ষষ্ঠ স্থানে তাদের সঙ্গে রয়েছে ফুলঝুরি ও লালনের ‘ধূলোকণা’। তাদের প্রাপ্ত রেটিং ৭.৬। সপ্তম স্থানে রয়েছে ‘খেলাঘর’ ৭.৫। অষ্টম স্থানে রয়েছে ‘করুণাময়ী রানি রাসমণি উত্তর পর্ব’ ৭.২। তার পিছনেই রয়েছে গঙ্গারাম, তাদের প্রাপ্ত রেটিং ৭.১। দশম স্থানে রয়েছে ‘কৃষ্ণকলি’ ৬.৮।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন