বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাদিক্ষা

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

*    সবুজ গ্রহ কাকে বলে?
উ.    ইউরেনাসকে।
*    বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
উ.    হাজিপুর ইউনিয়ন (ভোলা)।
*    লাইন অব কন্ট্রোল যে দুটি দেশের মধ্যে অবস্থিত?
উ.    ভারত-পাকিস্তান।
*    শ্যামদেশ যে দেশের পুরাতন নাম-
উ.    থাইল্যান্ড।
*    চিকেন নেক কোনটি?
উ.    শিলিগুড়ি করিডোর।
*    মধ্যপ্রাচ্যে কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করা হয়েছিল?
উ.    ১৯৭৩ সালে।
*    আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়
উ.    ৩ অক্টোবর ১৯৯০।
*    ওচঈঈ  নোবেল পুরস্কার পায়-
উ.    ২০০৭ সালে।
*    এলাম, দেখলাম, জয় করলাম কথাটি বলেছেন-
উ.    জুলিয়াস।
*    বাস্তিল দুর্গের পতন ঘটেছিল-
উ.    ১৪ জুলাই ১৭৮৯।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন