শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ৯ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

া বাংলাদেশের উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছেÑ
উ. জামালগঞ্জে।
া পৃথিবীর চাপ বলয়আছেÑ
উ. ৭টি।
া জাফনা দ্বীপ কোথায় অবস্থিত ?
উ. শ্রীলংকা।
া যে জেলা তুলা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগীÑ
উ. যশোর।
া বাংলাদেশের যে জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়Ñ
উ. পরিদপুর।
া পপি উৎপাদন ক্ষেত্রে কোন দেশগুলোকে গোল্ডেন ট্রায়েঙ্গেল বলা হয়?
উ. মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
া গ্রিনল্যান্ড-এর মালিকানা কোন দেশের?
উ. ডেনমার্ক।
া আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালি?
উ. বেরিং
া বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গেছে-
উ. বিজয়পুরে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন