শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ২৫ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

া দেশের প্রথম চিংড়ি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত।
উ : বাগেরহাট
া আরব দেশসমূহ পাশ্চাত্যের ওপর প্রথম তেল অবরোধ করে কবে?
উ : ১৯৭৩ সালে।
া জনসংখ্যার ভিত্তিতে সবচেয়ে বড় মুসলিম দেশ-
উ : ইন্দোনেশিয়া।
া নবম ডি-৮ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
উ : ইরান।
া বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির পদ্ধতিকে কি বলে?
উ : বায়ো একটিভা।
া ফিফার প্রথম নারী মহাসচিব কে?
উ : ফাতেমা সামরা।
া কোন দেশ পূর্বে জাতিসংঘের সদস্য ছিল। কিন্তু বর্তমানে নেই-
উ : তাইওয়ান।
া দুবলার চরের অপর নাম কি?
উ : জাফর পয়েন্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন