শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

ক্যারিয়ার

সাধারণ জ্ঞান

প্রকাশের সময় : ৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

া ভুটানের আইন সভার নাম কি?
উ. সোগডু
া ইউরোপীয় পার্লামেন্ট কোথায় অবস্থিত-
উ. স্ট্রাসবার্গ।
া ক্যাটালন যে দেশের ভাষা-
উ. স্পেন।
া ঊধংঃ খড়হফড়হ কোথায় অবস্থিত?
উ. দক্ষিণ আফ্রিকায়।
া বর্তমান বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী দেশ কোনটি?
উ. রাশিয়া।
া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি?
উ. ওন।
া নেপালের ২৩৯ বছরের রাজতন্ত্রের বিলোপ ঘটে কবে?
উ. ২৮ মে ২০০৮।
া বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কতটি?
উ. ১৯৫টি।
া জাপান কোরিয়া দখল করে নেয় কবে?
উ. ১৯০৫ সালে।
া পারস্যের ইতিহাসে সবচেয়ে সফল শাসক কে ছিলেন?
উ. দারিয়ুস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন