শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষাদিক্ষা

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল


১।     ব্যাপ্তি অর্থে অনুসর্গের ব্যবহার হয়েছে কোনটিতে?
    (ক) এদেশের মাঝে একদিন সব ছিল
    *(খ) আছ তুমি প্রভু জগৎ মাঝারে
    (গ) এ জন্মের তরে বিদায় নিলাম
    (ঘ) শরতের পরে আসে বসন্ত
২।    ‘এদেশের মাঝে একদিন সব ছিল।’Ñএ বাক্যে ‘মাঝে’ অনুসর্গটি
    কি অর্থে ব্যবহৃত হয়েছে?
    *(ক) ঐকদেশিক অর্থে (খ) মধ্যে অর্থে
    (গ) ব্যাপ্তি অর্থে (ঘ) নিমিত্ত অর্থে
৩।    ‘শরতের পর আসে বসন্ত।’ এখানে ‘পর’ অনুসর্গ কি অর্থ প্রকাশ করে?
    (ক) পর্যায় ক্রমিকতা (খ) ক্ষণকাল *(গ) দীর্ঘ বিরতি (ঘ) মধ্যে
৪।    ‘সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু।’Ñএ বাক্যে কোনটি অনুসর্গবাচক পদ?
    (ক) সুখের *(খ) লাগিয়া (গ) এ ঘর (ঘ) বাঁধিনু
৫।    কোন কোন শব্দ বিভক্তি অনুসর্গ?
    (ক) প্রথফা ও দ্বিতীয়া (খ) দ্বিতীয় ও চতুর্থী
    *(গ) তৃতীয়া ও পঞ্চমী (ঘ) ষষ্ঠী ও সপ্তমী
৬।    ‘যার জন্য করি চুরি সে-ই বলে চোর’Ñ এ বাক্যে
    কর্মপ্রবচনীয় কোনটি?
    (ক) যার *(খ) জন্য (গ) ক্রিয়া বিভক্তির (ঘ) উপসর্গের
৭।    কোনটির নিজস্ব অর্থ আছে?
    (ক) কারক বিভক্তির *(খ) অনুসর্গের
    (গ) বিভক্তির (ঘ) উপসর্গের
৮।    ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে।’Ñএখানে ‘মাঝারে’ অনুসর্গটি
    কি অর্থে ব্যবহৃত হয়েছে?
    *(ক) ব্যাপ্তি অর্থে (খ) মধ্যে অর্থে
    (গ) ঐকদেশিক অর্থে (ঘ) সহায় অর্থে
৯।    বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা এই বাক্যে ‘বিনে’ অনুসর্গটি
    কোন অর্থ প্রকাশ করেছে?
    (ক) সঙ্গে (খ) প্রয়োজন (গ) নিমিত্তে *(ঘ) ব্যতিরেকে
১০। ‘রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।’- এ বাক্যের ‘কাছে’
    অনুসর্গটি কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
    *(ক) কর্মকারকে কে বোঝাতে (খ) নিকট অর্থ বোঝাতে
    (গ) সমসূত্র অর্থ বোঝাতে (ঘ) ঐকদেশিক অর্থ বোঝাতে
১১।    ‘এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না।’-এ বাক্যের ‘পরে’
    অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
    *(ক) স্বল্প বিরতি অর্থে (খ) দীর্ঘ বিরতি অর্থে
    (গ) সহজ অর্থে (ঘ) নিমিত্তার্থে
১২।    ‘রাজার পক্ষে সবকিছুই সম্ভব।’- এখানে কি অর্থে অনুসর্গটি
    ব্যবহৃত হয়েছে?
    (ক) স্বৈরাচারী অর্থে (খ) সমকক্ষতা অর্থে
    *(গ) সক্ষমতা (ঘ) নিমিত্তার্থে
১৩।    ‘কি হেতু এসেছে তুমি কহ বিস্তারিয়া।’-এ বাক্যের অনুসর্গটি কি
    অর্থে ব্যবহৃত হয়েছে?
    (ক) কারণ অর্থে (খ) সঙ্গে অর্থে (গ) সহায় অর্থে *(ঘ) নিমিত্তার্থে
১৪।    নিচের কোন অনুসর্গটি বিভক্তি রূপে ব্যবহৃত হয়?
    (ক) দ্বারা (খ) দিয়া (গ) কর্তৃক *(ঘ) সবগুলো
১৫। ‘ময়ূরীর সনে নাচিছে ময়ূর।’-এখানে কিসের পরে অনুসর্গ
    ব্যবহৃত হয়েছে?
    (ক) স্ত্রীলিঙ্গের পরে (খ) বিশেষ্যের পরে
    (গ) শব্দের পরে *(ঘ) ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে
১৬।    ‘দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।’-এ বাক্যের ‘সনে’
    অনুসর্গটি কি অর্থ প্রকাশ করেছে?
    *(ক) বিরুদ্ধগামিতা (খ) সঙ্গে (গ) সহগামিতা (ঘ) আবশ্যিকতা
১৭।    কোন অনুসর্গটি সমসূত্রে অর্থে ব্যবহৃত হয়?
    (ক) সহ *(খ) সহিত (গ) সনে (ঘ) সাথে
১৮।    ‘এ জন্মের তরে বিদায় নিলাম’-এখানে ‘তরে’ অনুসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
    *(ক) মত (খ) ন্যায় (গ) সম্পূর্ণ (ঘ) একেবারে
১৯। ‘সন্ধ্যা অবধি অপেক্ষা করব’। Ñএখানে ‘অবধি’ অনুসর্গটি কি অর্থে
    ব্যবহৃত হয়েছে?
    (ক) ব্যাপ্তি অর্থে *(খ) পর্যন্ত অর্থে
    (গ) স্বল্প বিরতি অর্থে (ঘ) অবস্থিতি অর্থে
২০। ‘গরিবের পক্ষে কথা বলার লোক নেই’-এখানে ‘পক্ষে’ অনুসর্গটি কি
    অর্থ প্রকাশ পায়?
    (ক) ঐকদেশিক *(খ) সহায়  (গ) সামর্থ্য (ঘ) সক্ষমতা
২১। ‘তুমি বিনা আমার কে আছে”-এই বাক্যে কোন অনুসর্গের প্রয়োগ রয়েছে?
    *(ক) বিনা (খ) বিহীন (গ) কার (ঘ) মনোরম
২২।    ‘বিনা সুতার মালা গাঁথা-এই বাক্যে কোন অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    (ক) বিনি *(খ) বিনা (গ) বিহনে (ঘ) কার
২৩। ‘উদ্যম-বিহনে কার পুরে মনোরথ’-এ বাক্যে নিচের কোন অনুসর্গের
    প্রয়োগ ঘটেছে?
    (ক) বিনি *(খ) বিহনে (গ) কার (ঘ) ঘটেছে
২৪। ‘আছ তুমি প্রভু জগৎ মাঝারে।’ এ বাক্যে কোন অনুসর্গের
    প্রয়োগ ঘটেছে?
    (ক) আজ (খ) তুমি (গ) প্রভু *(ঘ) মাঝারে
২৫। ‘দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি-এখানে কোন
    অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    (ক) দুর্ভাগ্য *(খ) বশত (গ) হতে (ঘ) উপস্থিত
২৬। ‘তোমার কাছে আরাম চেয়ে পেলাম শুধু লজ্জা”-বাক্যে
    কোনটি অনুসর্গ?
    (ক) চেয়ে (খ) আরাম *(গ) কাছে (ঘ) পেলাম
২৭। বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সহায়তা করে সেগুলোকে কি বলে?
    (ক) উপসর্গ *(খ) অনুসর্গ (গ) ধ্বনি (ঘ) বর্ণ
২৮। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়?
    (ক) শব্দ বিভক্তি *(খ) অনুসর্গ (গ) উপসর্গ (ঘ) প্রত্যয়
২৯। ‘খাটি সোনার চাইতে খাঁটি; বাক্যে কোনটি অনুসর্গ?
    (ক) সোনার (খ) খাঁটি (গ) কাছে *(ঘ) চাইতে
৩০। ‘সীতা বিনা আসি যেন মনিহারা ফণী’-বাক্যে কোনটি অনুসর্গ?
    *(ক) বিনা (খ) যেন (গ) ফণী (ঘ) আমি
৩১। সারাদিন আকাশ পানে চেয়ে কবিতার ‘ক’ লিখতেও পারলাম
    না-বাক্যে কোনটি অনুসর্গ?
    (ক) আকাশ (খ) চেয়ে (গ) খ, ঘ *(ঘ) পানে
৩২। ‘আমি ছাড়া আর কেউ জানে না’-এ বাক্যে কোনটি অনুসর্গ?
    (ক) আর (খ) কেউ (গ) আমি *(ঘ) ছাড়া
৩৩। ‘বর পানে কনে তাকায়না লজ্জায়’Ñএ বাক্যে কোনটি অনুসর্গ?
    (ক) কনে (খ) লজ্জায় *(গ) পানে (ঘ) বর
৩৪। ‘আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না’-বাক্যে কোনটি অনুসর্গ?
    (ক) নড়ে *(খ) বিনা (গ) হুকুম (ঘ) গাছের
৩৫। ‘আমার বাঁচে না প্রাণ তোমা বিহনে’Ñ বাক্যে কোনটি অনুসর্গ?
    *(ক) বিহনে (খ) তোমা (গ) বাঁচেনা (ঘ) প্রাণ
৩৬।    মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না-এ বাক্যে নিচের কোন অনুসর্গটি
    তুলনা অর্থে ব্যবহৃত হয়েছে?
    (ক) মেয়ের (খ) মায়ের *(গ) সঙ্গে (ঘ) তুলনা
৩৭। ‘সন্ধ্যা’ অবধি অপেক্ষা করব-এ বাক্যে কোনটি অনুসর্গ?
    (ক) বিনা (খ) সঙ্গে *(গ) অবধি (ঘ) পরে
৩৮। তোমার পক্ষে কে আছে?-এ বাক্যে কোন অনুসর্গটি প্রয়োগ ঘটেছে?
    (ক) বিনা (খ) সঙ্গে (গ) অবধি *(ঘ) পক্ষে
৩৯। ‘শরতের পরে আসে বসন্ত’Ñ এ বাক্যে দীর্ঘ বিরতি অর্থে
    কোন অনুসর্গটির প্রয়োগ ঘটেছে?
    *(ক) পর (খ) শরতের (গ) অবধি (ঘ) বসন্ত
৪০। ‘ঐ ত ঘর পানে ছুটেছেন’-এ বাক্যে কোন অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    *(ক) পানে (খ) ঘর (গ) বিহনে (ঘ) কার
৪১। ‘তিনি পুত্রসহ উপস্থিত হলেন।’ এ বাক্যে কোন অনুসর্গের
    প্রয়োগ ঘটেছে?
    *(ক) সহ (খ) বিনি (গ) বিহনে (ঘ) কার
৪২। ‘শত্রুর সহিত সন্ধি চাই না’-এ বাক্যে কোন অনুসর্গের
    প্রয়োগ ঘটেছে?
    (ক) সহ *(খ) সহিত (গ) বিনা (ঘ) কার
৪৩। ‘বেকুবের মত কাজ করো না’-এই বাক্যে কোন অনুসর্গ প্রয়োগ ঘটেছে?
    *(ক) মত (খ) কাজ (গ) কর (ঘ) না
৪৪। ‘কার সাথে যাবে’-এইবাক্যে কোন অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    (ক) তরে (খ) বিদায় (গ) নিলাম *(ঘ) সাথে
৪৫। ‘আমার কাছে আর কে আসবে?’-এ বাক্যে কোন অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    *(ক) কাছে (খ) আর (গ) কে (ঘ) আসবে
৪৬। নিচের কোন বাক্যটিতে কর্মকারকের ‘কে’ বোঝাতে ‘কাছে’
    অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    (ক) রাজার পক্ষে সবই সম্ভব (খ) বেকুবের মত কাজ কর না
    *(গ) রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে (ঘ) কোনটিই নয়
৪৭। নিচের কোন বাক্যটিতে প্রত্যেক অর্থে ‘প্রতি’ অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    (ক) আছ তুমি প্রভু জগৎ মাঝারে *(খ) মণপ্রতি পাঁচ টাকা লাভ দিব
    (গ) নিদারুণ তিনি অতি নাহি দয়া তব প্রতি (ঘ) উপরের কোনটি নয়
৪৮। নিচের কোন বাক্যটির সঙ্গে ‘সহকারে’ অনুসর্গের প্রয়োগ ঘটেছে?
    *(ক) আগ্রহ সহকারে কহিলেন (খ) শত্রুর সাথে সন্ধি চাই না
    (গ) এ ধন সম্পদ তোমার জন্য (ঘ) এ জন্মের তরে বিদায় দিলাম
৪৯।    ‘ছাত্রদের জন্য আবাস’-এ বাক্যে নিমিত্ত অর্থে নিচের কোন
    অনুসর্গটির প্রয়োগ ঘটেছে?
    (ক) আবাস (খ) হেতু *(গ) জন্য (ঘ) বিস্তারিয়া
৫০।    বাংলা ভাষায় কতগুলো অনুসর্গ আছে?
    (ক) বহু (খ) ১০টি (গ) অসংখ্য *(ঘ) ক ও গ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Fhug ৭ অক্টোবর, ২০২০, ১০:১৭ এএম says : 0
Vlo
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন