শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ১২ জুন, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র
সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল

 

১. তারিখবাচক শব্দের প্রথম চারটি অর্থাৎ ১ থেকে ৪ পর্যন্ত তারিখে বাংলায় কোন ভাষার নিয়মে লেখা হয়?
*ক) হিন্দি খ) উর্দু গ) ফারসি ঘ) সংস্কৃত
২. হিন্দি নিয়মে সাধিত তারিখবাচক শব্দ কোনটি?
ক) তৃতীয় খ) ছয় গ) দশই *ঘ) তেসরা
৩. ‘তের’-এর পূরণবাচক শব্দ কোনটি?
ক) ১৩ *খ) ত্রয়োদশ
গ) তেরতম ঘ) তেরই
৪. কোনটি ক্রমপূরণবাচক সংখ্যা?
ক) পাঁচই খ) ছয় *গ) সপ্তম ঘ) অষ্ট
৫. অংকবাচক সংখ্যা কোনটি?
*ক) ৯ খ) ষষ্ট গ) সপ্তম ঘ) আট
৬. সংখ্যা কি কাজে লাগে?
ক) পাঠে খ) আহারে গ) খেলায় *ঘ) গণনায়
৭. তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক) তিন *খ) চৌঠা গ) পঞ্চ ঘ) ষষ্ঠ
৮. কোনটি পূরণবাচক শব্দ?
ক) কুড়ি খ) দোসরা *গ) নবম ঘ) হব
৯. কোন বহুবচনগুলো সঠিক?
*ক) তরুরাজি, পুষ্পদাম খ) মানুষগণ মানুষবৃন্দ
গ) সভ্যসকল, সভ্যসমূহ ঘ) ছাত্রীনিচয়, শিক্ষকবর্গ
১০. পাল ও যূথ শব্দ দু’টি কোথায় ব্যবহৃদ হয়?
ক) উন্নত প্রাণীর বহুবচনে খ) জন্তুদের একবচনে
গ) অপ্রাণিবাচক শব্দের বহুবচনে *ঘ) জন্তুর বহুবচনে
১১. নীচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
ক) বড় বড় মাঠ *খ) এটাই করিমদের বাড়ি
গ) সিংহ বনে থাকে ঘ) হস্তিযূথ মাঠের ফসল নষ্ট করেছে।
১২. কোনটি একবচনের উদাহরণ?
ক) মানুষ মরণশীল *খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
গ) লোকে বলে ঘ) পর্বত
১৩. ‘বৃন্দ’-এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
ক) পক্ষী খ) টাক *গ) ছাত্র ঘ) পর্বত
১৪. কোনটি প্রাণী এবং অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক) নিচয় খ) মালা *গ) গুলো ঘ) মন্ডলী
১৫. কিসের ভেদে ক্রিয়ার রূপের কোন পার্থক্য হয় না?
*ক) বচনভেদে খ) বর্ণনাভেদে
গ) অর্থভেদে ঘ) প্রয়োগভেদে
১৬. মালা, দাম, রাজি, রাশি প্রভৃতি সমষ্টিবোধক শব্দ কোন জাতীয় শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) উন্নত প্রাণিবাচক খ) প্রাণী ও অপ্রাণিবাচক
গ) ভাববাচক *ঘ) অপ্রাণিবাচক
১৭. খাটি বাংলা শব্দের বহুবচনে এবং চলিতরীতিতে কোন প্রত্যয়গুলো ব্যবহৃত হয়?
ক) গণ, সব, বৃন্দ খ) এরা, নিকর, গুলি
গ) বর্ণ, সকল, দের *ঘ) রা, গুলো, দের
১৮। কোনটি সঠিক বহুবচন?
ক) মন্ত্রীসকল খ) সব মন্ত্রী
গ) মন্ত্রিম-লী *ঘ) মন্ত্রীবর্গ
১৯। কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
ক) কুল, সমূহ, বৃন্দ খ) বর্গ, বৃন্দ, মালা
*গ) আবলি, পুঞ্জ, রাশি ঘ) কুল, নিচয়, সকল
২০. বচন অর্থ কি?
*ক) সংখ্যার ধারণা খ) গণণার ধারণা
গ) ক্রমের ধারণা ঘ) পরিমাণেল ধারণা
২১। কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
ক) কুল *খ) মালা গ) সমাজ ঘ) মন্ডলী
২২। কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
ক) বৃন্দ খ) কুল গ) বর্গ *ঘ) গ্রাম
২৩। কোনটি সমষ্টিবাচক শব্দ?
*ক) বৃন্দ খ) রা গ) এরা ঘ) দের
২৪। রচনা শব্দটির সঠিক বহুচনক কোনটি?
ক) রচনাবৃন্দ খ) রচনারাজি
*গ) রচনাবলী ঘ) রচনাসকল
২৫। সর্বনামের বহুবচন কোনটি?
*ক) তোমরা খ) ফুলদল
গ) মেঘমালা গ) দ্বীপপুঞ্জ
২৬. অপ্রাণী বা ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন বিভক্তি যুক্ত হয় না?
ক) গুলি খ) দের *গ) রা ঘ) দিগের
২৭. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
*ক) সাহেবান খ) সাহেব কুল
গ) সাবেহম-রী ঘ) সবেহসমূহ
২৮। একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায়?
ক) উচ্চারণগত খ) অর্থগত গ) অবস্থানগত *ঘ) আকৃতিগত
২৯। কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
*ক) গণ, বর্গ, ম-লী, বৃন্দ খ) নিকর, নিচয়, গণ, বৃন্দ
গ) কুল, নিচয়, মন্ডলী, সকল ঘ) বর্গ, সব, পুঞ্জ, সমূহ
৩০। কোনটি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃদ হয়?
ক) সকল *খ) ম-লী গ) কুল ঘ) নিচয়
৩১। প্রাণী শব্দটির বহুবচন কোনটি?
ক) প্রাণীসমূহ *খ) প্রাণীগুলো
গ) প্রাণীরা ঘ) প্রাণীসব
৩২। নিচের কোনটি বহুবচনে আদর অর্থে বসে?
*ক) গুলো খ) গুলান গ) গুলোক গ) গুলা
৩৩। ‘শ্রেণী’ ব্যবহার করলে কোন শব্দটি সঠিক বলে মনে হবে?
ক) রাতশ্রেণী *খ) তরুশ্রেণী
গ) দিনশ্রেণী ঘ) কোনটি নয়
৩৪। ‘বচন’ ধারণা দেয়Ñ।
ক) কোন কিছুর অস্তিত্ব *খ) কোন কিছুর সংখ্যা
গ) কোন কিছুর ভাব ঘ) কোন কিছুর পরিপূর্ণতা
৩৫। কোন কিছুর পর্যায় বা ক্রম বোঝালে তাকে কি বলে
ক) কারক খ) বাচ্য
গ) বচন *ঘ) পূরণবাচক শব্দ
৩৬। নিচের কোনটিতে বহুবচন শব্দের সঠিক প্রয়োগ হয়েছে?
*ক) জনগণ খ) ফুলনিকর
গ) ছেলেনিচয় ঘ) গুরুরাজির
৩৭। ‘বন্ধু’ শব্দের বহুবচন নয় কোনটি?
ক) বন্ধুরা খ) বন্ধুগণ গ) বন্ধুসব *ঘ) বন্ধুরাজি
৩৮। বুজুর্গ-এর বহুবচনÑ।
ক) বুজুরা খ) বুজি গ) বুজুগুলো *ঘ) বুজুর্গান
৩৯। রা, এরা কোন কারকে যুক্ত হয়?
ক) কর্মকারকে *খ) কর্তৃকারকে
গ) সম্প্রদান কারকে ঘ) অপাদান কারকে
৪০. কোন দুটি পদের বচনভেদ হয়?
*ক) বিশেষ্য ও সর্বনাম খ) বিশেষ্য ও বিশেষণ
গ) সর্বনাম ও অব্যয় ঘ) ক্রিয়া ও অব্যয়
৪১. কোনটি একচন বোঝাচ্ছে?
ক) লাঠিগুলো খ) লাঠিমালা
*গ) লাঠিগাছ ঘ) লোক সকল
৪২. কোনটি রীতি বিরুদ্ধ প্রয়োগ?
*ক) মাতৃ সকল খ) ভাই সকল
গ) মানুষ সকল ঘ) লোক সকল
৪৩। ‘পর্বত’ শব্দটির সঠিক বহুবচন হলÑ
ক) পর্বতগুচ্ছ *খ) পর্বতমালা
গ) পর্বতপুঞ্জ ঘ) পার্বত্য
৪৪। ‘বচন’ বাক্যকরণের কিরূপ শব্দ?
ক) প্রাতিপদিত শব্দ *খ) পারিভাষিক শব্দ
গ) অব্যয়সূচক শব্দ ঘ) কারকসূচক শব্দ
৪৫। ‘লাল লাল ফুল।’ এখানে কোন কোন পদযোগে বহুবচন হয়েছে?
*ক) বিশেষ্য ও বিশেষণ খ) বিশেষ্য ও বিশেষ্য
গ) ক্রিয়া ও বিশেষ্য ঘ) অব্যয় ও ক্রিয়া
৪৬। ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক) দুই খ) এক গ) চার *ঘ) দ্বিতীয়
৪৭। কোনটি গণনাবাচক শব্দ?
ক) ১ *খ) এক গ) প্রথম ঘ) পয়লা
৪৮। উন্নত প্রাণিবাচক শব্দের সঙ্গে কোন বিভক্তি যুক্ত হতে পারে?
ক) টি খ) খানি *গ) রা ঘ) গুলো
৪৯। ‘রাজাদের বাড়ী।’Ñ এখানে কোন নিয়মে বহুবচন হয়েছে?
ক) একবচনের নিয়মে খ) বহুবচনের নিয়মে
গ) প্রচলিত নিয়মে *ঘ) বিশেষ নিয়মে
৫০। ‘সব মানুষেরাই মরণশীল’Ñ এখানে কিভাবে বহুবচন হয়েছে?
*ক) ভুল প্রয়োগে খ) একবচনে
গ) বহুবচনের নিয়মে ঘ) কোনটাই নয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (3)
Samin Yasir Sojol ২৫ সেপ্টেম্বর, ২০১৭, ৭:৪৭ পিএম says : 0
নক্ষত্র এর বহু বচন কি হবে ?
Total Reply(0)
sabbir ১৭ অক্টোবর, ২০২০, ৮:৩৯ পিএম says : 0
5 Number prosnor uttor
Total Reply(0)
sabbir ১৭ অক্টোবর, ২০২০, ৮:৪১ পিএম says : 0
5 নামবার প্রশনর উওর
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন