শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : বাংলা ২য় পত্র

সনজিত পাল
সিনিয়র শিক্ষক (বাংলা ২য় পত্র)
সেন্ট গ্রেগরী হাই স্কুল

ক্রিয়াপদ
সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ
১। ক্রিয়ার ভাব কত প্রকার?
ক) প্রকারবিহীন খ) দুই প্রকার গ) তিন প্রকার *ঘ) চার প্রকার
২। ‘তার মঙ্গল হোক’- বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
ক) সাপেক্ষ খ) নির্দেশক *গ) আকাক্সক্ষা ঘ) অনুজ্ঞা
৩। আদেশ, উপদেশ, নিষেধ-এগুলো ক্রিয়ার কোন ভাব?
ক) সাপেক্ষ ভাব *খ) অনুজ্ঞা ভাব গ) নির্দেশক ভাব ঘ) আকাক্সক্ষা ভাব
৪। সাপেক্ষ ভাবের উদাহরণ কোনটি?
*ক) ভাল করে পড়লে সফল হবে খ) বৃষ্টি আসে আসুক
গ) ছাতাটা দিন তো ভাই ঘ) স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
৫। নির্ভরশীল ক্রিয়াকে কোন ভাবের ক্রিয়া বলা হয়?
ক) আদেশাত্মক খ) নিষেধাত্মক *গ) সাপেক্ষ ঘ) অনুরোধ
৬। নির্দেশক ভাবের প্রশ্ন জিজ্ঞাসায় নিচের কোন উদাহরণটি সঠিক?
*ক) সে কি গিয়েছিল? খ) মানুষ হও গ) আপনারা আসবেন ঘ) সে একটু হাসুক
৭। ক্রিয়ার ভাব- এর অন্য নাম কি?
*ক) ক্রিয়ার ধরন খ) ক্রিয়ার রীতি গ) ক্রিয়ার প্রকার ঘ) ক্রিয়ার অবস্থা
৮। ‘সাধারণ ঘটনা নির্দেশ করলে বা ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়।” কোন বাক্যটি সত্য?
ক) কিছু শুনালে খ) কিছু প্রকাশ করলে *গ) কিছু জিজ্ঞাসা করলে ঘ) কিছু বিবৃতি করলে
৯। নিচের কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
ক) আমি বাড়ি যাই *খ) মানুষের মত মানুষ হও
গ) পরিশ্রম করলে সফল হবে ঘ) তার মঙ্গল হোক
১০। কোন বাক্যটি সাপেক্ষ ভাবের উদাহরণ?
ক) আমাকের বইটা দাও *খ) যদি সে যেত আমি আসতাম
গ) তোমার ইচ্ছা পূর্ণ হোক ঘ) রেবা গান করে
১১। প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
*(ক) নির্দেশক ভাব খ) অনুজ্ঞা ভাব গ) সাপেক্ষ ভাব ঘ) আকাক্সক্ষা ভাব
১২। কোন ক্রিয়া একটি অন্যটির উপর নির্ভরশীল?
ক) নিষেধাত্মক ভাবের ক্রিয়া *খ) সাপেক্ষ ভাবের ক্রিয়া
গ) আদেশাত্মক ভাবের ক্রিয়া ঘ) অনুরোধ সূচক ভাবের ক্রিয়া
১৩। কোনটি যৌগিত ক্রিয়ার উদাহরণ?
ক) তিনি গেলে কাজ হবে না। খ) মেল দেখতে ঢাকা যাব
*গ) এদিকে চেয়ে দেখ ঘ) পদ্মফুল দেখতে সুন্দর
১৪। অসমাপিকা ক্রিয়া কোনটি?
ক) গগনে গরজে মেঘ খ) ছোট পাখি করে ডাকাডাকি
গ) ছায়ায় বস *ঘ) সকালে উঠিয়া আমি
১৫। ‘এখন যেতে পার।’- উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) তাগিদ দেয়া অর্থে খ) অভ্যস্ততা অর্থে
*গ) অনুমোদন অর্থে ঘ) কাজ সমাপ্তি অর্থে
১৬। ধাতুর সাথে ‘ইয়া’, ‘ইত’ যুক্ত হয়ে কোন ধরনের ক্রিয়াপদ গঠিত হয়?
ক) সমাপিকা ক্রিয়া *খ) অসমাপিকা ক্রিয়া গ) সকর্মক ক্রিয়া ঘ) অকর্মক ক্রিয়া
১৭। ‘যতœ করলে রতœ মিলে’ এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
ক) অনুক্ত খ) সমাপ্তি গ) সমাপিকা *ঘ) অসমাপিকা
১৮। কোনটি অসমাপিকা ক্রিয়া প্রকাশের বিজ্ঞপ্তি নয়?
ক) ইয়া এ খ) হলে লে গ) ইতে তে *ঘ) ইনে নে
১৯। কোন ক্রিয়া ধাতুর সহিত বর্তমান অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়?
ক) মিশ্র ক্রিয়া খ) যৌগিক ক্রিয়া *গ) সমাপিকা ক্রিয়া ঘ) অসমাপিকা ক্রিয়া
২০। ‘এখন যাওয়া যেতে পারে।’ উদাহরণটি যৌগিক ক্রিয়ার কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) তাগিদ দেয়া অর্থে খ) অভ্যস্ততা অর্থে *গ) সম্ভাবনা অর্থে ঘ) ক্রমশ অর্থে
২১। যৌগিক ক্রিয়ার গঠনে ‘যা’ ধাতুর ব্যবহারে জুড়িয়ে যাচ্ছে কোন অর্থে উদাহরণ?
*ক) ক্রমশ খ) সমাপ্তি গ) অবিরাম ঘ) সম্ভাবনা
২২। অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে ‘তিনি গেলে কাজ হবে’ কি বোঝাতে ব্যবহৃত হয়েছে?
ক) কার্যপরম্পরা *খ) সাপেক্ষতা গ) বিস্ময় জ্ঞাপন ঘ) সম্ভাবনার বিকল্প
২৩। নিচের কোন বাক্যে বিশেষণের সঙ্গে অম্বয় সাধনে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) ঢাকা আমার ঢাকা খ) ফুলের গন্ধে ঘুম আসে না *গ) পদ্মফুল দেখতে সুন্দর ঘ) ফুল নেব গো ফুল
২৪। নিচের কোন বাক্যটিতে যৌগিক ক্রিয়ার উদাহরণ আছে?
*ক) আজ বিকেলে বৃষ্টি আসতে পারে খ) এমন সুখের মরণ কে মরতে পারে
গ) সাপুড়ে সাপ খেলায় ঘ) বাবাকে আমার খুব ভয় করে
২৫। ‘সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল।’ এ বাক্যের ‘সূর্য’ শব্দটি কোন ধরনের কর্তা?
ক) এক কর্তা *খ) নিরপেক্ষ কর্তা গ) অসমান কর্তা ঘ) কর্মকর্তৃবাচ্যের কর্তা
২৬। অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
ক) এক প্রকার খ) দুই প্রকার *গ) তিন প্রকার ঘ) চার প্রকার
২৭। ‘তুমি চাকরি পেলে আর ডশ দেশে আসবে?’- এ বাক্যটিতে কি রকম কর্তা হয়েছে?
ক) অসামন কর্তা *খ) এক কর্তা গ) নিমিত্ত কর্তা ঘ) নিরপেক্ষ কর্তা
২৮। ভাব-বিশেষ্য গঠনে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার ঘটেছে নিচের কোন বাক্যটিতে?
*ক) সেখানে আর গিয়ে কাজ নেই খ) একবার ফিরে এসেছ, আর সেখানে যেও না
গ) ময়মনসিয়হ গিয়ে বাড়ি যাব ঘ) তোমাকে ত এ গ্রামে থাকতে দেখিনি
২৯। কোন বাক্য অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গরূপে ব্যবহৃত হয়েছে?
*ক) কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল
খ) কোন দেশেতে চলতে গলেই দলতে হয়রে দূর্বা কোমল
গ) দেখিতে বাসনা মাগো তোমার চরণ ঘ) কাটিতে কাটিতে ধান এল বরষা
৩০। ‘দরিদ্রে পাইলে ধন হয় গর্বস্ফীত।’- এ বাক্যটিতে কি ধরনের ক্রিয়া রয়েছে?
ক) সমাপিকা ক্রিয়া *খ) অসমাপিকা ক্রিয়া গ) যৌগিক ক্রিয়া ঘ) নিরপেক্ষ ক্রিয়া
৩১। ‘ছুটি ফুরিয়ে আসছে।’Ñ এ বাক্যে কি অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
ক) সম্ভাবনাময় অর্থে খ) আশা করা অর্থে
*গ) আসন্ন সমাপ্তি অর্থে ঘ) ক্রমশ অর্থে
৩২। নিচের কোন বাক্যটিতে অনন্তরতা বা পর্যায় বোঝাতে ইয়া এ বিভক্তি যুক্ত অসমাপিকা ক্রিয়া ব্যবহৃদ হয়েছে?
ক) ছেলেটি কুসঙ্গে মিশে নষ্ট হয়ে গেল খ) চেঁচিয়ে কথা বলো না
*গ) হাত-মুখ ধুয়ে পড়তে বস ঘ) ঢাকা ড়িয়ে বাড়ি যাব
৩৩। দার্শনিক সত্য প্রকাশে অসমাপিকা ক্রিয়ার ব্যবহার ঘটেছে কোন বাক্যটিতে?
ক) বৃষ্টিতে ভিজলেু সর্দি হবে খ) এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে
*গ) জন্মিলে মরতে হবে ঘ) তিনি গেলে কাজ হবে
৩৪। নিচের কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়ার রীতিসিদ্ধ প্রয়োগ ঘটেছে?
ক) চেঁচিয়ে কথা বলো না খ) পদ্মফুল দেখতে সুন্দর
গ) এ দিকে চেয়ে দেখ *ঘ) আঙ্গুল ফুলে কলাগাছ
৩৫। কোন বাক্যে পরীক্ষা অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
*ক) কষ্টিপাথরে সোনাটা কষে নাও খ) এখন ভাবতে থাকি
গ) আমাকে করতে দাও ঘ) আমরা পরীক্ষা দিয়ে আসছি।
৩৬। কোন বাক্য অসমাপিকা ক্রিয়া নিমিত্ত অর্থ প্রকাশ করেছে?
ক) দেখতে দেখতে সে এসে গেল খ) মেয়েটি গাইতে জানে
*গ) পরীক্ষা দিতে ঢাকা যাব ঘ) সে খেতে ভালবাসে
৩৭। ‘কেমন যেন মনমরা হয়ে পড়েছি।’- এ বাক্যে কোন অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
*ক) ক্রমশ অর্থে খ) মনোযোগ আকর্ষণে
গ) ফল সম্ভাবনায় ঘ) আকস্মিকতা অর্থে
৩৮। সামর্থ্য অর্থে যৌগিক ক্রিয়া ব্যবহৃত হয়েছে নিচের কোন বাক্যে?
*ক) এসব কথা আমার সহ্য হয়ে ওঠে না খ) আমি এসব কথা শুনি না
গ) তুমি তোমার কথা বলে যাও ঘ) আমার আর থাকা হয়ে উঠলো না
৩৯। অনুরোধে বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি?
ক) রোগ হলে অষুধ খাবে *খ) ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে
গ) খোদা করুন ঘ) কাজটি করে ফেল
৪০। কোনটি বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ?
ক) রোগ হলে ওষুধ খাবে খ) সে বই পড়ে
গ) কাল একবার আসিও *ঘ) কড়া রোদে ঘোরাফেরা করো না
৪১। ‘কাল একবার এসো।’- নিচের কোনটির উদাহরণ?
ক) বর্তমানে অনুজ্ঞা খ) ঘটমান বর্তমান
গ) নিতৃবৃত্ত বর্তমান *ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
৪২। অনুজ্ঞা কোন কালে ব্যবহৃত হয়?
*ক) বর্তমান ও ভবিষ্যৎ খ) ভবিষ্যৎ ও অতীত
গ) বর্তমান ও অতীত ঘ) নিত্যবৃত্ত ও ঘটমান
৪৩। উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি?
ক) আমটা খাও *খ) মানুষ হও গ) কাল দেখা কারো ঘ) আপনারা আসবেন
৪৪। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়?
ক) তুই বাড়ি যা খ) ক্ষমা করা ঘোর অপরাধ
*গ) কাল একবার এসো ঘ) দূর হও
৪৫। ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়?
ক) উত্তম পুরুষের খ) নাম পুরুষের *গ) মধ্যম পুরুষের ঘ) উত্তম ও নাম পুরুষের
৪৬। অনুজ্ঞার বাক্য গঠনে ‘সদা সত্য কথা বলব’ কিসের উদাহরণ?
ক) অনুরোধের *খ) আদেশের গ) বিধানের ঘ) সম্ভাবনার
৪৭। ‘পাতিসনে শিলাতলে পদ্মপাতা।’- এ বাক্যের অনুজ্ঞা কি অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) আদেশ *খ) উপদেশ গ) অনুরোধ ঘ) নিষেধ
৪৮। ‘রোগ হলে ওষুধ খাবে।’- এ বাক্যের অনুজ্ঞায় কি প্রকাশ রয়েছে?
ক) আদেশ খ) অনুরোধ গ) উপদেশ *ঘ) বিধান
৪৯। আমার দরখাস্তটা পড়–ন। কী অর্থে?
ক) অনুরোধ *খ) প্রার্থনা গ) অনুনয় ঘ) সবগুলো
৫০। মিষ্টিগুলো খেয়ে ফেল। কী অর্থে যৌগিক ক্রিয়া?
ক) সমাপ্তি *খ) সম্পূর্ণতা গ) আদেশ ঘ) ক্রমান্বয়

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
মেহেদী হাসান ৫ ফেব্রুয়ারি, ২০১৭, ৩:১৩ এএম says : 0
অনেক হেল্প দরকার ছিলো. কিন্তুু আপনাদের এখানে আসার পর তা সমাধান হলো. ধন্যবাদ
Total Reply(0)
Kabir hossain ৮ এপ্রিল, ২০১৯, ৮:০২ এএম says : 0
সত্যিই অনেক উপকার হয়েছে। ধন্যবাদ।
Total Reply(0)
রিয়াদ ৩০ আগস্ট, ২০২০, ৭:২১ পিএম says : 0
সমাপিকা কিয়া গঠন অনুযায়ী কত পকার
Total Reply(0)
নাতাশু ১ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৮ পিএম says : 0
Valo
Total Reply(0)
নাতাশু ১ সেপ্টেম্বর, ২০২০, ৭:০৯ পিএম says : 0
Uttor kothay pabo?
Total Reply(0)
নাতাশু ১ সেপ্টেম্বর, ২০২০, ৭:১১ পিএম says : 0
Sorry... Ans peyechi
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন