শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্যারিয়ার

নবম-দশম শ্রেণীর পড়াশোনা

প্রকাশের সময় : ১৭ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

বিষয় : সাধারণ বিজ্ঞান

মেঘনাদ পাল
সহকারী শিক্ষক (বিজ্ঞান)
মিতালী বিদ্যাপিঠ


১। বল ও বলের দিকে সরণের গুণফলকে কী বলে?
ক) কাজ খ) গতি গ) ক্ষমতা ঘ) শক্তি
২। যান্ত্রিক শক্তিকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) দুই ভাগে খ) পাঁচ ভাগে
গ) চার ভাগে ঘ) সাত ভাগে
৩। নিচের কোন শক্তির প্রভাব মানুষের জীবনে সবচেয়ে বেশি?
ক) যান্ত্রিক শক্তি খ) রাসায়নিক শক্তি
গ) আলোক শক্তি ঘ) পারমাণবিক শক্তি
৪। খাদ্যের মধ্যে শক্তি কোন রূপে অবস্থান করে?
ক) রাসায়নিক শক্তি খ) গতি শক্তি
গ) স্থিতি শক্তি ঘ) যান্ত্রিক শক্তি
৫। নবায়নযোগ্য শক্তির উৎস কোনটি?
ক) সৌরশক্তি খ) বিদ্যুৎ শক্তি
গ) পারমাণবিক শক্তি ঘ) যান্ত্রিক শক্তি
৬। কোন দেশের বিজ্ঞানীরা সমুদ্র থেকে ঢেউয়ের সাহায্যে
বিদ্যুৎ উৎপাদন করার যন্ত্র আবিষ্কার করেছিল?
ক) আমেরিকা খ) জার্মানি গ) ফ্রান্স ঘ) ব্রিটেন
৭। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৯২ খ) ৭৫ গ) ৮৪ ঘ) ৯৮
৮। শক্তির একক কোনটি?
ক) জুল খ) নিউটন গ) ওয়াট ঘ) অ্যাম্পিয়ার
৯। কয়লাতে কী ধরনের শক্তি সঞ্চিত হয়ে থাকে?
ক) রাসায়নিক শক্তি খ) পারমাণবিক শক্তি
গ) সৌরশক্তি ঘ) স্থিতি শক্তি
১০। জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তর করে?
ক) তড়িৎ খ) শব্দ গ) চুম্বক ঘ) সবগুলো
১১। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়?
ক) ইথানল খ) তেল গ) পেট্রোল ঘ) কেরোসিন
১২। বাংলাদেশের কোথায় কয়লা খনির সন্ধান পাওয়া গেছে?
ক) সাতক্ষীরা খ) আশুগঞ্জ গ) দিনাজপুর ঘ) বড়পুকুরিয়া
১৩। নিচের কোনটি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত
যৌগের মিশ্রণ?
ক) পিতল খ) সোনা গ) পেট্রোলিয়াম ঘ) জিপসান
১৪। প্রতি কেজি গোবর হতে কী পরিমাণ বায়োগ্যাস উৎপাদন সম্ভব?
ক) ৩৭ ঘনমিটার খ) ৩.৭ ঘনমিটার
গ) ০.০৩৭ ঘনমিটার ঘ) ৪১ ঘনমিটার
১৫। বায়োগ্যাস উৎপাদনে নিচের কোন উদ্ভিদ ব্যবহার করা হয়?
ক) কচুরিপনা খ) লেবু গ) তেঁতুল ঘ) কলা
১৬। চীন দেশের জমিতে জৈব আবর্তন চক্র শতকরা কত?
ক) ৭৬% খ) ৫৪% গ) ৬৫% ঘ) ৫৮%
১৭। নাইলন প্রস্তুত হয় কী থেকে?
ক) ডিজেল তেল থেকে খ) খনিজ তেল থেকে
গ) জ্বালানি তেল থেকে ঘ) কেরোসিন তেল থকে
১৮। নিচের কোনটি বাণিজ্যিক প্লাস্টিক উৎপাদনে ব্যবহৃত হয়?
ক) রিফাইনারি গ্যাস খ) পেট্রোল গ) ডিজেল ঘ) জোট পেট্রোল
১৯। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
ক) মিথেন খ) কার্বন গ) ইথেন ঘ) হাইড্রোজেন
২০। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সর্বপ্রথম কোথায় পাওয়া যায়?
ক) হরিপুর খ) লাকসাম গ) ছাতক ঘ) বিয়ানীবাজার

উত্তরমালা : ১। ক, ২। ক, ৩। খ, ৪। ক, ৫। ক, ৬। ঘ, ৭। ক, ৮। ক, ৯। গ, ১০। ক, ১১। ক, ১২। ঘ, ১৩। গ, ১৪। গ, ১৫। ক, ১৬। ঘ, ১৭। খ, ১৮। ক, ১৯। ক, ২০। ক

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন