শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

১২০ কেজি ওজনের বাঘাইড় মাছ ধরা পড়েছে সিলেটের সুরমা নদীতে

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২২, ৪:১৫ পিএম

১২০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ জালে ধরা পড়েছে সিলেটের সুরমা নদীতে। নগরীর লালবাজারে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন সিলেট নগরীর ১১ নং ওয়ার্ড এর কাজিরবাজার এলাকার বাসিন্দা মো. বেলাল মিয়া। মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে ১ লাখ ৫০ হাজার টাকা। এককভাবে কেউ না নিলে পরবর্তীতে মাছটি কেটে বিক্রি করবেন বলে জানিয়েছেন তিনি। আজ বুধবার (১২ জানুয়ারি ) সকালে মাছটি নগরের লালবাজারে বিক্রির জন্য তোলা হয়। রাত ২ টার দিকে সুরমা নদীতে জেলেদের জালে ধরা পড়ে মাছটি। বিশালাকারের বাঘাইড় মাছটি দেখতে লোকজন বাজারে ভিড় করছেন। অনেকে মাছটি একবার ছুঁয়েও দেখছেন। অনেকে বলছেন, এত বড় মাছ আগে দেখিনি। মাছের বিক্রেতা মোঃ বেলাল মিয়া জানান, বিশালাকারের বাঘাইড় মাছটি সিলেট সুরমা নদীতে ধরা পড়েছে। সেখানে লামাকাজি বাজারের এক জেলের কাছে থেকে কিনে আনা হয়েছে। কিনতে খরচ পড়েছে ৮৫ হাজার টাকা। তবে বিক্রির জন্য দর চাইছেন ১ লাখ ৫০ হাজার টাকা। অবশ্যই ১লাখ হাজার বা ১লাখ ২০ হাজার পেলে বিক্রি করে দেবেন মাছটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন