শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

তারকাদের দিক থেকে এগিয়ে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিতব্য চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করবে। একটি ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেল, অন্যটি মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। তবে তারকাখ্যাতি ও প্রভাবশালী প্রার্থীর বেশিরভাগকে দেখা যাবে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেলে। এ প্যানেল থেকে যারা নির্বাচন করবেন, তাদের একটি তালিকার কথা উল্লেখ করেন জায়েদ খান। তার ভাষ্যমতে, মৌসুমী, সুচরিতা, অঞ্জনা, রোজিনা, অরুণা, ডিপজল, রুবেল, বাপ্পারাজ, আলীরাজ, আলেকজান্ডার বো, আসিফ ইকবাল, সুব্রত, নাদের খান, জয়, জ্যাকি আলমগীরসহ আরও অনেকে রয়েছেন। অন্যদিকে, ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেলে রিয়াজ, ফেরদৌস, সাইমন, নূতনসহ বেশ কয়েকজন তারকা রয়েছেন। এ হিসেবে দেখা যাচ্ছে, প্রতিষ্ঠিত তারকা বিবেচনায় মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল এগিয়ে রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (5)
Masum Amin ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৪০ এএম says : 0
বাপ্পারাজ ইলিয়াস কাঞ্চন এর পক্ষে
Total Reply(0)
মামুন রশিদ চৌধুরী ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৪১ এএম says : 0
ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেল জয়ী হবে ইনশায়াল্লাহ।
Total Reply(0)
মোহাম্মদ রমিজ ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৪২ এএম says : 0
ইলিয়াস কাঞ্চনের মতো একজন ভালো মানুষ নেতৃত্বে আসা দরকার।
Total Reply(0)
মোঃ কামরুজ্জামান ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৪২ এএম says : 0
কিন্ত এই প্যানেলকে ভিলেন ভিলেন মনে হয়।
Total Reply(0)
তরিকুল ১৩ জানুয়ারি, ২০২২, ৮:৪২ এএম says : 0
তবে দর্শকদের দিক দিয়ে ইলিয়াস কাঞ্চন-নিপূণ প্যানেল এগিয়ে আছে।
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন