শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রিজিওনাল ফিল্ম ফেস্টিভ্যালে চাঁদের আলো’র ৬ পুরস্কার অর্জন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২২, ১২:০৪ এএম

কোলকাতার রিজিওনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২১ -এ বাংলাদেশের সিনেমা ‘চাঁদের আলো অর্জন করেছে মোট ৬ টি পুরস্কার। ফেস্টিভ্যালের ফোক শাখায় শ্রেষ্ঠ পরিচালক হয়েছেন আকতারুল আলম তিনু, শ্রেষ্ঠ প্রধান চরিত্র অভিনেতা অজিত দাস, শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা শিখা কর্মকার, শ্রেষ্ঠ সিনেম্যাটোগ্রাফার অপু আহমেদ, শ্রেষ্ঠ মেকআপ আর্টিস্ট বাবু ইসলাম এবং ইন্সপিরেশনাল স্পেশাল এন্ট্রান্সে আহমেদ সাব্বির রোমিও নির্বাচিত হয়েছেন। পরিচালক আকতারুল আলম তিনু বলেন, সবচেয়ে দুর্বল ছেলেটিও একদিন আপনার মুখ উজ্জ্বল করতে পারে। এ সিনেমাটি তার প্রমাণ। গত বছর শীতে আমরা বগুড়ার প্রত্যন্ত গ্রামাঞ্চলে শুটিং করেছিলাম গুণী লেখক আলী আজাদ রচিত চাঁদের আলো। বাজেট স্বল্পতা, নানাবিধ চড়াই উৎরাই পেরিয়ে কাজটি শতভাগ মনের মত না করতে পারলেও আমাদের চেষ্টার কমতি ছিল না। আজিত দাদা সরকারী চাকরি করেন। মিডিয়াতে একদমই নতুন তখন। তার একনিষ্ঠতা দেখেই মূলত সাহস নিয়ে কাজ শুরু করা। সবার সম্মিলিত প্রচেষ্টাই এমন বিজয় এনে দিতে পারে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন