বিনোদন ডেস্ক : ‘এবার জাগো’ ¯েøাগান নিয়ে যাত্রা শুরু করা বেসরকারি এফএম রেডিও স্টেশন জাগো এফএম-এর সম্প্রচারের এক বছর পূর্ণ হলো। এক বছরপূর্তি উপলক্ষে গত বৃহস্পতিবার রাজধানীর মধ্যবাড্ডাস্থ জাগো এফএম-এর কার্যালয়ে দিনব্যাপী প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। জাগো এফএম ৯৪.৪ সম্প্রচারে আসার পর থেকে দর্শকদের উত্তরোত্তর সন্তোষজনক সাড়া মিলছে বলে জানিয়েছেন, স্টেশন ম্যানেজার উদয় চৌধুরী। তিনি জানান, সব বয়সী দর্শক শ্রোতাদের লক্ষ্য করেই অনুষ্ঠানমালা সাজানো হয়েছে। বিনোদনমূলক এফএম রেডিও স্টেশন হিসেবে বর্তমানে ‘মোস্ট ওয়ান্টেড’, ‘মেমোরিস নট আউট’ ‘পড়শি নাইট’ ‘লং ড্রাইভ’ ‘হ্যালো মর্নিং’ ‘ভূত স্টুডিও’ ‘লাভ স্টোরি’সহ বিভিন্ন অনুষ্ঠান শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন